চলছে কাতার বিশ্বকাপ। ফুটবলপ্রেমীদের চোখ এখন কাতারে। আজ ইংল্যান্ড-ইরান ম্যাচে দারুণ কিছু দৃশ্যের অবতারণা ঘটল। এই ম্যাচের বাইরেও দর্শকেরা কাতারে সময় কাটাচ্ছেন উৎসবের মেজাজে। ছবির গল্পে দেখুন তেমন কিছু মুহূর্ত—
ইংল্যান্ডের বিপক্ষে ৬ গোল হজম করেছে ইরান। কিন্তু ২টি গোলও করেছে। দোহায় আল বিদা পার্কে সেই গোলের আনন্দেই ভাসলেন ইরানের দুই সমর্থকডাচরা কখনো বিশ্বকাপ জিততে পারেনি। দোহায় কয়েকজন ডাচ সমর্থক বিশ্বকাপের রেপ্লিকা দেখিয়ে কি বোঝাতে চাইলেন, এবার শিরোপাটা জিতেই বাড়ি ফিরবেন! সেনেগালের বিপক্ষে ম্যাচের আগেইরানের পতাকা হাতে দেশটির নারী ভক্তরা। ইংল্যান্ড-ইরান ম্যাচ চলাকালীন দোহার আল বিদা পার্কে জায়ান্ট স্ক্রিনের দিকে তাকিয়ে খেলা দেখছিলেন তাঁরা। ম্যাচের ফল যদিও তাঁদের মনমতো হয়নিইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ইরানের জাতীয় সংগীত বাজানোর সময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দলটির খেলোয়াড়েরা। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ইরানের খেলোয়াড়েরা জাতীয় সংগীতের সঙ্গে গলা মেলাননিঘটনাটা মর্মান্তিক। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সতীর্থের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাঠেই পড়ে আছেন ইরানের গোলকিপার আলীরেজা বেইরানভন্দে। তাঁর সতীর্থ ডিফেন্ডার সতীর্থ হোসেইনি মাজিদও আঘাত পেয়ে মাঠে পড়ে ছিলেন কিছুক্ষণ। রক্তাক্ত বেইরানভন্দেকে মাঠ থেকে তুলে নেন ইরানের কোচ কার্লোস কুইরোজবিশ্বকাপ প্রতিবাদ জানানোর বেশ বড় মঞ্চ। গোটা দুনিয়ার চোখ থাকে এখানে। ইরানের সমর্থকেরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বেছে নেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচকেচোখে ব্রাজিলের পতাকা এঁকেছেন এই সমর্থক। কিন্তু তাঁর চোখ পড়েছিল ইংল্যান্ড-ইরান ম্যাচেএই একলা দর্শকটিকে কেউ চেনেন? না, চিনলে পরিচয় করিয়ে দেওয়া যাক। তাঁর নাম ডেভিড বেকহাম। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। ইংল্যান্ড-ইরান ম্যাচ দেখার একটি মুহূর্তে