পিএসজির একতা নিয়ে প্রশ্ন উঠেছে
পিএসজির একতা নিয়ে প্রশ্ন উঠেছে

পিএসজিতে একতা নেই, ইঙ্গিত দিলেন প্যারিস ছেড়ে চলে যাওয়া মিডফিল্ডার

একতা—পিএসজির সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এটাই। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা কি একই সুতোয় এখনো বাঁধা আছেন, নাকি ড্রেসিংরুমে সৃষ্টি হয়েছে অস্বস্তি।

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পরই যে এ প্রশ্ন উঠেছে তা নয়, পিএসজির ড্রেসিংরুম ঐক্যবদ্ধ কি না, এ প্রশ্ন আগে থেকেই। এবার এ প্রশ্নের উত্তর দিয়েছেন জানুয়ারির দলবদলে পিএসজি ছেড়ে ইংল্যান্ডের ক্লাব উলভসে যোগ দেওয়া স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়া। সরাসরি কিছু না বললেও পিএসজিতে যে একতা নেই, তা এই মিডফিল্ডারের কথাতেই স্পষ্ট।

একতার প্রশ্নে যদিও সব সময় দলকে আগলে রাখার চেষ্টা করেছেন কোচ ক্রিস্তফ গালতিয়ের; ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র সর্বশেষ ম্যাচে ব্রেস্তের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ার পর এ নিয়ে তিনি কথাও বলেছেন। তখন পিএসজি কোচ জানিয়েছেন, দলে একতা আছে এবং দলের একতা নিয়ে তাঁর কোনো সন্দেহ নেই।

পিএসজি ছেড়ে এ মৌসুমে উলভারহাম্পটনে যোগ দিয়েছেন সারাবিয়া

পিএসজির হয়ে ১২ গোল ও ৮ গোলে সহায়তা করা সারাবিয়ার কথার সঙ্গে অবশ্য গালতিয়ের কথার মিল খুঁজে পাওয়া যায় না। আর সারাবিয়া যখন দলের সঙ্গে ছিলেন তখনো পিএসজি চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েনি। পিএসজির চ্যাম্পিয়নস লিগ প্রজেক্ট ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি যে আরও খারাপ হওয়ার কথা, সেটাই স্বাভাবিক।

একতার প্রশ্নে সারাবিয়া বলেছেন, ‘সবাই মিলে একসঙ্গে থাকার যে অনুভূতি, কয়েকজন খেলোয়াড় একসঙ্গে হওয়ার চেয়ে ক্লাব ও পরিবারের সদস্য হয়ে মাঠে নামা—এমন প্রশ্নে পিএসজির চেয়ে আমি অন্য দলকেই পছন্দ করতাম। মেসি, নেইমার, এমবাপ্পের সঙ্গে খেলা দারুণ এক অভিজ্ঞতা। তবে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের মধ্যে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবা।’

পিএসজিতে ৪ মৌসুম খেলেছেন সারাবিয়া

চ্যাম্পিয়নস লিগে থেকে ছিটকে গেলেও পিএসজি এখনো ইউরোপের শীর্ষ দলগুলোর একটি। এমন একটা দল থেকে উলভসে নাম লেখানো—যে ক্লাব লড়ছে অবনমন এড়াতে। কেন পিএসজি ছাড়লেন সারাবিয়া—এ প্রশ্নে বলেছেন, ‘মাঠে নামতে না পেরে আমি খুশি ছিলাম না। এই মানের ফুটবলারদের ভিড়ে আমার খেলাটা কঠিন, সে কারণেই এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি।’