কোপা আমেরিকায় ব্যক্তিগত পুরস্কার উঠেছে দুই আর্জেন্টাইন ও এক কলম্বিয়ানের হাতে
কোপা আমেরিকায় ব্যক্তিগত পুরস্কার উঠেছে দুই আর্জেন্টাইন ও এক কলম্বিয়ানের হাতে

কোপা আমেরিকা

সোনার বল রদ্রিগেজের, সোনার বুট মার্তিনেজের

হামেস রদ্রিগেজ কত আশায় ছিলেন! ২৩ বছর পর কলম্বিয়াকে কোপা আমেরিকার ফাইনালে তুলে স্বপ্ন দেখেছিলেন শিরোপা জয়ের। কিন্তু ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলের হারে স্বপ্নভঙ্গ। পুরস্কার বিতরণী মঞ্চে সেরা খেলোয়াড়ের ট্রফিটা নিতে যাওয়ার সময় তাই মুখটা অন্ধকারই ছিল কলম্বিয়া মিডফিল্ডারের। ট্রফিটা হাতে নিয়ে যখন উঁচিয়ে ধরলেন মনে হলো মুখের মধ্যে নিম পাতা!

৩৩ বছর বয়সী রদ্রিগেজ কম চেষ্টা করেননি। কোপা এক আসরে সর্বোচ্চ ৬টি অ্যাসিস্ট (গোল বানানো) এর রেকর্ডে এবার ভাগ বসিয়েছেন। গোলও আছে একটি। কোপার ‘গোল্ডেন বল’ জয়ে তাঁকেই ফেবারিট ভাবা হচ্ছিল। আর্জেন্টিনা জিতলেও ট্রফিটা রদ্রিগেজের হাতেই উঠল। দ্বিতীয় কলম্বিয়ান হিসেবে কোপায় সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন সাও পাওলো তারকা।

১৯৮৭ কোপায় প্রথম গোল্ডেন বল এর পুরস্কার দেওয়া হয়। সেবার প্রথম কলম্বিয়ান হিসেবে ট্রফিটি জিতেছিলেন কিংবদন্তি মিডফিল্ডার কার্লোস ভালদেরামা। ১৯৮৭ সালের আগে কোপার প্রতিটি আসরে সেরা খেলোয়াড়ের তালিকা তৈরি করেছে অ্যাসোসিয়েশন ফুটবলের বিভিন্ন তথ্য-পরিসংখ্যান সংগ্রহের আন্তর্জাতিক সংস্থা আরএসএসএফ।

মায়ামিতে আজ ফাইনালে গোল করা আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’। এবার কোপায় আর্জেন্টিনার প্রথম তিন ম্যাচেই গোল পেয়েছেন মার্তিনেজ। এর মধ্যে বেঞ্চ থেকে নেমে গোল করেছেন দুটি ম্যাচে। পেরুর বিপক্ষে একাদশের হয়ে নেমে করেন জোড়া গোল। সব মিলিয়ে সর্বোচ্চ ৫ গোল করেছেন মার্তিনেজ। সর্বশেষ ২০২১ কোপা আমেরিকায় কলম্বিয়ার লুইস দিয়াজের সমান ৪ গোল করে গোল্ডেন বুট তাঁর সঙ্গে ভাগ করে নিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

কোপা আমেরিকায় শিরোপা জিতেছে আর্জেন্টিনা

এবার কোপায় সেরা গোলকিপারের ‘গোল্ডেন গ্লাভ’ ট্রফি জিতেছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। সর্বশেষ ২০২১ কোপাতেও আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পথে একই ট্রফিটি তাঁর হাতেই উঠেছিল। এবার কোপায় আর্জেন্টিনার ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচেই কোনো গোল হজম করেননি মার্তিনেজ। কোয়ার্টার ফাইনালে মার্তিনেজকে ফাঁকি দিয়ে ১টি গোল করতে পেরেছিল শুধু ইকুয়েডর।

ফেয়ার-প্লে ট্রফি পেয়েছে কলম্বিয়া ফুটবল দল।