সোলেমান দিয়াবাতেকে বসুন্ধরা কিংসকে ধার দিচ্ছে না মোহামেডান
সোলেমান দিয়াবাতেকে বসুন্ধরা কিংসকে ধার দিচ্ছে না মোহামেডান

দিয়াবাতেকে দিয়েও দিল না মোহামেডান

এএফসি চ্যালেঞ্জ কাপে মালির স্ট্রাইকার সোলেমান দিয়াবাতেকে বসুন্ধরা কিংসে খেলতে দেবে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। বসুন্ধরার অনুরোধে প্রথমে নিজেদের এই স্ট্রাইকারকে ছাড়তে রাজি হয়েও মোহামেডান পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর আজ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাঁকে (দিয়াবাতে) দেওয়া যাবে না। তাঁর ব্যাপারে একটা চিঠি দিয়েছিলাম আমরা কিংসকে। কিন্তু আমাদের টেকনিক্যাল কমিটি মনে করে, যেহেতু দিয়াবাতে মোহামেডানের মূল স্ট্রাইকার, তাই তাঁকে দেওয়া ঠিক হবে না।’ ঘরোয়া ফুটবল মৌসুমের সময় দিয়াবাতেকে ছাড়ার সিদ্ধান্তে ক্ষোভের সঞ্চার হয়েছিল মোহামেডানের সমর্থকদের মধ্যেও। বসুন্ধরা কিংসকে নিজেদের পরিবর্তিত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবে মোহামেডান।

দিয়াবাতেকে কিংসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার ছাড়পত্র দিয়েছিল মোহামেডান

কিন্তু তাহলে বসুন্ধরার প্রস্তাবে কেন প্রথমে রাজি হয়েছিল মোহামেডান? আলমগীরের ব্যাখ্যা, ‘ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে আমি ব্যাপারটি জানতাম, কিন্তু চূড়ান্ত অনুমতি দিইনি। কিছু ভুল–বোঝাবুঝি হয়েছে। দিয়াবাতে চাচ্ছিল খেলতে। তবে দিয়াবাতের এখানে বলার কিছু নেই। সে আমাদের খেলোয়াড়, তাঁর ব্যাপারে আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত।’ বসুন্ধরা কিংসের সঙ্গে মোহামেডানের সম্পর্ক ভালো উল্লেখ করে তাঁর মন্তব্য, ‘আশা করি, তারা ব্যাপারটি বুঝবে।’

এর আগে মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন কাজী ফিরোজ রশীদের সই করা ছাড়পত্রে দিয়াবাতেকে ২১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত কিংসের জার্সিতে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। কিংস সভাপতি ইমরুল হাসানও আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছিলেন প্রথম আলোকে। কিন্তু মোহামেডান সিদ্ধান্ত পাল্টে ফেলার পর হোয়াটসঅ্যাপ বার্তায় ইমরুল হাসানের প্রতিক্রিয়া জানতে চেয়েও তা পাওয়া যায়নি।

টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত দিয়াবাতেকে দেওয়া যাবে না

কিংসের প্রাক্‌-মৌসুম প্রস্তুতি গত আগস্টে শুরু হলেও এখনো দলের সঙ্গে যোগ দেননি দুই ব্রাজিলিয়ান রবসন দা সিলভা এবং মিগেল ফেরেইরা। অবশ্য দ্রুতই তাদের দলে যোগ দেওয়ার কথা। এএফসি চ্যালেঞ্জ কাপ সামনে রেখে দিয়াবাতে ছাড়াও কিংস নিশ্চিত করেছে উজবেক ডিফেন্ডার জাসুর জুমায়েভ এবং আগের মৌসুমে খেলে যাওয়া আইভরিকোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়েরকে।

আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ। গ্রুপ পর্বের সব ম্যাচ ভুটানের থিম্পুতে। ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন কিংস। গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, লেবাননের নেজমেহ স্পোর্টিং ক্লাব ও ভুটানের পারো এফসি।