রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে ম্যানচেস্টার সিটির উড়িয়ে দেওয়ার রাতে অবাক করার মতোই এক ঘটনার জন্ম দেন কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ান মিডফিল্ডার এই ম্যাচের একপর্যায়ে ‘শাট আপ’ বলে ধমক দিয়ে বসেন কোচ পেপ গার্দিওলাকে। ডি ব্রুইনার স্বভাববিরুদ্ধ এমন আচরণ নিয়ে অনেকেই তখন বিস্ময় প্রকাশ করেন।
এমনকি এ ঘটনার ফলাফল কেমন হতে পারে, তা নিয়েও চলে নানা জল্পনাকল্পনা। তবে ম্যাচ শেষে এ ধরনের ঘটনাকে ‘স্বাভাবিক’ বলে মন্তব্য করেছিলেন গার্দিওলা। সেই একই ঘটনায় আবারও প্রশ্নের মুখে পড়তে হয়েছে ম্যান সিটি কোচকে। এবার গার্দিওলা বললেন, তাঁরা প্রায়ই একে অপরের ওপর এমন চোটপাট নেন, যা তিনি ভালোবাসেন।
রিয়ালকে উড়িয়ে দেওয়ার রাতে ম্যাচের একপর্যায়ে ডাগআউট থেকে উঠে এসে টাচ লাইনের ওপর দাঁড়িয়ে গার্দিওলা বেলজিয়ান ফুটবলারকে চিৎকার করে বলছিলেন, ‘বল বাড়াও, বল বাড়াও।’ এ সময় ডি ব্রুইনা কোচের ওপর বিরক্ত হয়ে হাত নাড়িয়ে তাঁকে থামতে বলেন। ঘটনাটি ধরা পড়েছে টেলিভিশন সম্প্রচারেও। এমনকি সে সময় ডি ব্রুইনা ‘শাট আপ’ বলে কোচকে থামিয়ে দিয়েছেন বলেও জানায় আরএমসি স্পোর্টস।
গতকাল রাতে সংবাদ সম্মেলনে ডি ব্রুইনার এমন আচরণ নিয়ে গার্দিওলা বলেছেন, ‘কেভিনের সঙ্গে যা হয়েছে, তা আমার পছন্দ।’এরপর আরও ব্যাখ্যা করে গার্দিওলা বলেছেন, ‘আমরা প্রায়ই একে অপরের সঙ্গে ধমকা-ধমকি করি এবং এটা আমার বেশ পছন্দ। এই প্রাণশক্তি আমার ভালো লাগে। এটা এমন না যে প্রথম হয়েছে। আপনারা দেখেননি, সে কিন্তু অনুশীলনেও আমার ওপর চোটপাট নেয়। এটা আমাদের প্রয়োজন। এরপরই তার সেরাটা বেরিয়ে আসে।’
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করার পর সিটি আজ রাতেই প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক মুকুট পরতে পারে। রাতের ম্যাচে আর্সেনাল যদি নটিংহাম ফরেস্টের কাছে হেরে যায়, তবে মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হবে সিটি। আর সেটি না হলে সিটিকে অপেক্ষা করতে হবে আগামীকাল চেলসির বিপক্ষে ম্যাচ পর্যন্ত।
লিগ শিরোপা জয় নিয়ে গার্দিওলা বলেছেন, ‘আমার মনে যা আছে তা হলো, চ্যাম্পিয়ন হতে হলে আমাদের জিততে হবে। আমরা নটিংহামকে নিয়ন্ত্রণ করতে পারব না। নটিংহামে যা হবে, তা দিয়ে কিছু আসে যায় না। আমাদের নিজেদের কাজ করতে হবে। তিন দিন পর আমাদের ব্রাইটনের সঙ্গে ম্যাচ আছে, যদি আমরা নিজেদের কাজ না করি, তারা বড় কিছু করে বসতে পারে। উদ্যাপনের জন্য আমাদের হাতে মৌসুম শেষ হওয়া পর্যন্ত সময় আছে।’
ঘরের মাঠে নিজেদের দর্শকের সঙ্গে উদ্যাপন করতে চান জানিয়ে গার্দিওলা আরও বলেছেন, ‘প্রিমিয়ার লিগ এ জন্য গুরুত্বপূর্ণ যে এটা ১০ বা ১১ মাস ধরে খেলতে হয়। প্রতি সপ্তাহে খেলতে হয়। আমরা সৌভাগ্যবান যে নিজেদের ঘরের মাঠে সমর্থকদের সঙ্গে শেষ করার সুযোগ পাচ্ছি। এই সুযোগ আমাদের নিতে হবে।’