পেপ গার্দিওলা
পেপ গার্দিওলা

সিটিতে আরও এক বছর গার্দিওলা

মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার পর কী করবেন পেপ গার্দিওলা, সিটির এই স্প্যানিশ কোচ কি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন—কত জল্পনাই না গার্দিওলাকে নিয়ে! তবে আপাতত নতুন খবর হচ্ছে, অন্তত আরও এক বছর সিটিতেই থাকছেন গার্দিওলা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সিটির সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়াতে সম্মত হয়েছেন ৫৩ বছর বয়সী গার্দিওলা।

সিটি এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে বিবিসি জানিয়েছে, অনেকগুলো সূত্র তাদের নিশ্চিত করেছে, গার্দিওলা আরও এক বছর সিটিতে থাকতে রাজি হয়েছেন। সিটি-গার্দিওলা চুক্তির মেয়াদ ছিল ২০২৪-২৫ মৌসুম পর্যন্ত।

বার্সেলোনার সাবেক কোচ গার্দিওলা ২০১৬ সালে যোগ দেন ইংলিশ ক্লাব সিটিতে। এরপর ৬টি প্রিমিয়ার লিগসহ মোট ১৮টি ট্রফি জিতেছে সিটি, যার মধ্যে আছে একটি চ্যাম্পিয়নস লিগও। চ্যাম্পিয়নস লিগ জয়ের মৌসুমে প্রিমিয়ার লিগ ও এফএ কাপও জিতে ‘ট্রেবল’ জয়ের কীর্তি গড়ে সিটি। প্রথম দল হিসেবে টানা চারটি প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ডও গার্দিওলার সিটির।

গার্দিওলা ২০১৬ সালে যোগ দেন ইংলিশ ক্লাব সিটিতে

টানা চারবারের চ্যাম্পিয়ন সিটি এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দুইয়ে। শীর্ষ দল লিভারপুলের চেয়ে পাঁচ পয়েন্ট পেছনে থাকা সিটি সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ চারটি ম্যাচেই হেরেছে। কোচ হিসেবে এতটা বাজে সময় এর আগে কখনো আসেনি গার্দিওলার।

গার্দিওলা এর আগে আরও তিনবার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। প্রথমবার ২০১৮ সালের মে মাসে, এরপর ২০২০ সালের নভেম্বর ও ২০২২ সালের নভেম্বরে। দুই বছর পর আরেক নভেম্বরেই চুক্তির মেয়াদ বাড়ানোর খবর এল।