ব্যবধানটা আগের মতো হয়নি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে সর্বশেষ ৪ ম্যাচের তিনটিতেই কমপক্ষে তিন গোল করে দিয়েছিল বার্সেলোনা। এবার হলো মাত্র এক গোল।
তবে এই এক গোলেই দরকারি ৩ পয়েন্ট পেয়ে গেছে জাভি হার্নান্দেজের দল। ভ্যালেন্সিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও সংহত করেছে বার্সা।
২৪ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৬২। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে ১০ পয়েন্ট। আজ রাতে রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে লস ব্লাঙ্কোসরা।
লা লিগার অবনমন অঞ্চলের দলের বিপক্ষে বার্সেলোনার ৩ পয়েন্টের মাহাত্ম্য গোল সংখ্যায় নয়, লড়াইয়ের ধরনে। ৫৯ মিনিটে রোনালদ আরাউহো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জন নিয়ে খেলতে হয়েছে বার্সাকে।
একজন কমে যাওয়ার আগপর্যন্ত ম্যাচের পুরো নিয়ন্ত্রণ বার্সারই ছিল। শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা জাভির দল গোলের দেখা পেয়ে যায় ১৫তম মিনিটেই। সের্হিও বুসকেতসের বক্সে বাড়ানো বল ধরে অরক্ষিত থাকা রাফিনিয়া বল জালে জড়ান।
লা লিগায় ম্যাচের প্রথম গোল করলেই জয়- সর্বশেষ ৪২ ম্যাচেই এমন দেখে এসেছে বার্সেলোনা। ব্যতিক্রম হয়নি এ দফায়ও। বরং গোলের সংখ্যা অনায়াসেই বাড়তে পারত। ৩৭ মিনিটে আরেকটি গোলের সম্ভাবনা তৈরি করেন রাফিনিয়া। ভ্যালেন্সিয়া বক্সে ক্রস বাড়ান আনসু ফাতির দিকে, তবে সুযোগ কাজে লাগাতে পারেননি তরুণ ফরোয়ার্ড।
৫৩তম মিনিটে ক্রিস্টেনসেনের শট গুইলামনের হাতে লাগলে পেনাল্টি পায় বার্সেলোনা। রাফিনিয়া আর ফাতি প্রস্তুত থাকলেও শেষ পর্যন্ত কিক নিতে এগিয়ে যান ফেরান তরেস। তবে ব্যবধান ২-০ করার সুযোগ হারান এই স্প্যানিশ ফরোয়ার্ড। তাঁর দুর্বল শট বাঁ পোস্টের বাইরে লাগে।
এর কিছুক্ষণ পর আরেকবার হতাশায় পোড়ে বার্সেলোনা। এ বার ভ্যালেন্সিয়া উগো দুরোকে বক্সের মধ্যে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন আরাউহো।
১০ জনের দলে পরিণত হওয়ার পর তরেসকে সামনে রেখে বার্সেলোনার বাকি সবাই রক্ষণে নেমে যান। যা শেষ পর্যন্ত ধরে রেখে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জাভি-বাহিনী।