সতীর্থদের সঙ্গে ফেলিক্সের উদ্‌যাপন
সতীর্থদের সঙ্গে ফেলিক্সের উদ্‌যাপন

জয় দিয়েই ‘যুদ্ধের’ প্রস্তুতি সারল জাভির বার্সা

কোচ জাভি হার্নান্দেজের ক্লাব ছাড়ার ঘোষণা যেন বদলে দিয়েছে বার্সেলোনাকে। জানুয়ারির সেই ঘোষণার পর টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকল কাতালান ক্লাবটি। সর্বশেষ গতকাল রাতে কাদিজের মাঠে গিয়ে বার্সা জিতেছে ১-০ গোলে। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন জোয়াও ফেলিক্স।

চ্যাম্পিয়নস লিগের পিএসজির বিপক্ষে ফিরতি লেগ সামনে রেখে দলের একাদশে বেশ পরিবর্তন আনেন জাভি। একাদশের বেশ কয়জন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামও দেন বার্সা কোচ। একাদশে এই অদলবদলও বার্সাকে জয়বঞ্চিত করতে পারেনি।

কাদিজের মাঠে বল দখলে দাপট ছিল বার্সার। বলের দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরিতে পিছিয়ে ছিল অতিথিরা। কাদিজের ১৪ শটের বিপরীতে বার্সার শট ছিল ১২টি। তবে গোল করার আসল কাজটা করেছে বার্সাই। ম্যাচের ৩৭ মিনিটে কর্নার থেকে বল পেয়ে দুর্দান্ত এক ওভারহেড কিকে বল জালে জড়ান পর্তুগিজ ফরোয়ার্ড ফেলিক্স। গতকাল রাফিনিয়ার পরিবর্তে মাঠে নেমেছিলেন তিনি।

এ জয়ের পরও লা লিগার শীর্ষস্থান থেকে এখনো বেশ দূরে বার্সা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩১ ম্যাচে ৭৮ আর সমান ম্যাচে দুইয়ে থাকা বার্সার পয়েন্ট ৭০। কাদিজের বিপক্ষে ম্যাচটি বার্সার জন্য ছিল পিএসজি ম্যাচের প্রস্তুতি। প্যারিসে প্রথম লেগে ৩-২ গোলে জিতে এগিয়ে আছে জাভির দল।

চোখধাঁধানো এক গোল করেন ফেলিক্স

প্রথম লেগে জয় পেলেও নিজেদের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচটিকে ‘যুদ্ধ’ হিসেবেই দেখছেন জাভি, ‘মঙ্গলবার আমাদের একটি যুদ্ধ আছে (পিএসজির বিপক্ষে)। আমরা বড় কিছু করতে চাই। মৌসুমে সেরা ছন্দে থাকার সময়েই ম্যাচটা আমাদের সামনে এসেছে।’ সংবাদ সম্মেলনে জয়ের নায়ক ফেলিক্সের প্রশংসাও করেন জাভি, ‘ফেলিক্স খুবই প্রতিভাবান খেলোয়াড়। সে দারুণ একটি ম্যাচ খেলেছে।’

আর জয়ের নায়ক ফেলিক্স বলেছেন, ‘আমরা খুবই ভালো খেলেছি। এই মাঠে খেলা সহজ নয়। কিন্তু আমরা পরিশ্রম করেছি এবং এই তিন পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল।’ ভালো খেললেও ম্যাচ আরও বেশি নিয়ন্ত্রণে থাকা উচিত ছিল বলেও মনে করেন ফেলিক্স, ‘আমরা প্রত্যাশার চেয়ে বেশি ভুগেছি। আমাদের আরও ভালোভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করা উচিত ছিল।’

নিজের পারফরম্যান্স নিয়ে ফেলিক্স বলেছেন, ‘দলকে সাহায্য করতে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। সেটা একাদশে থেকে হোক কিংবা বদলি হিসেবে নেমে হোক। তবে সব খেলোয়াড়ই শুরুর একাদশে থাকতে চায়। আমি আরও বেশি খেলতে চাই। কারণ, আমার ধারণা আমি দলকে সাহায্য করতে পারব। তবে এই সিদ্ধান্ত কোচের ওপর।’