রোনালদিনিওর ছেলে জোয়াও মেন্দেস
রোনালদিনিওর ছেলে জোয়াও মেন্দেস

বার্সেলোনার হয়ে অভিষেক রোনালদিনিওর ছেলের

ম্যানচেস্টার ইউনাইটেডের বয়সভিত্তিক দলের বিপক্ষে বার্সেলোনার বয়সভিত্তিক দলের ম্যাচ। ৩-১ গোলে যে ম্যাচটা জিতেছেন বার্সার ছেলেরা। এমন একটা ম্যাচটা নিয়ে শুধু এই দল, দলের খেলোয়াড় কিংবা দুই ক্লাবের লোকজনের বাইরে অন্য কারও আগ্রহ থাকার কথা নয় খুব একটা।

তবে গত বৃহস্পতিবার বার্সেলোনার সিওতাত এস্পোর্তিভা হুয়ান গ্যাম্পার কমপ্লেক্সের ৭ নম্বর মাঠে হয়ে যাওয়া ম্যাচটা নিয়ে ফুটবলপ্রেমী বা বার্সেলোনা–ভক্তদের আগ্রহ ছিল অন্য একটি কারণে। এ ম্যাচ দিয়েই বার্সেলোনার জার্সিতে অভিষেক হয়েছে ১৭ বছর বয়সী জোয়াও মেন্দেসের।

নামটা অচেনা লাগছে? লাগারই কথা। এখনো যে শুধু নিজের নামে পরিচিত হওয়ার মতো কিছু করতে পারেননি মেন্দেস। আপাতত তাই বাবার নামেই তাঁর পরিচয়। মেন্দেসের বাবা—রোনালদিনিও।

বার্সেলোনার কিংবদন্তি, ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের একজন এবং একটি জায়গায় অনন্যও। বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগ, কোপা লিবার্তাদোরেস ও ব্যালন ডি’অর—সবকিছুই জেতা এই গ্রহের একমাত্র ফুটবলার রোনালদিনিও।

ছেলে জোয়াও মেন্দেসের সঙ্গে রোনালদিনিও

এমন একজনের ছেলেকে নিয়ে তো আগ্রহ থাকবেই। আর সেই ছেলে যদি বাবা যে ক্লাবে খেলে কিংবদন্তি হয়েছেন, সেই ক্লাব দিয়েই ইউরোপে নিজের পথচলা শুরু করেন, তাহলে তো সেটা নিয়ে বাড়তি আগ্রহ থাকতেই পারে।

বাবার ফুটবল প্রতিভার কতটা মেন্দেস পেয়েছেন, সেটা অবশ্য এখনই বলার সময় আসেনি। তবে বাবার মতোই খুব অল্প বয়সে ফুটবলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মেন্দেস। ১০ বছর বয়সী ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর একাডেমিতে যোগ দেওয়া মেন্দেস পরের সাতটি বছর কাটিয়েছেন ভাস্কো দা গামা, বোয়াভিস্তা ও ক্রুজেইরোর একডেমিতেও।

গত মাসেই বার্সেলোনার হয়ে ট্রায়ালে অংশ নিয়েছেন মেন্দেস। বাবা এত বড় কিংবদন্তি যে খুব স্বাভাবিকভাবেই তাঁর কাছেও প্রত্যাশা অনেক বেশি ছিল বার্সার। শোনা গেছে, সেই ট্রায়ালে মেন্দেসকে নিয়ে খুব একটা উচ্ছ্বসিত হতে পারেননি বার্সার একাডেমি কোচেরা। তবে রোনালদিনিওর ছেলে বলেই একাডেমিতে তাঁর স্থায়ীত্বকাল বাড়ানো হয়েছে, আরও সময় নিয়ে তাঁকে দেখার সিদ্ধান্ত হয়েছে।

মেন্দেসকে তাই কঠিন পরীক্ষাই দিতে হবে আগামী দিনগুলোতে।