অবসর নিয়ে ফেলবেন কি সুয়ারেজ
অবসর নিয়ে ফেলবেন কি সুয়ারেজ

হাঁটুর চোটে কি অবসরই নিয়ে ফেলবেন সুয়ারেজ

হাঁটুর সমস্যা অসহনীয় হয়ে উঠেছে লুইস সুয়ারেজের জন্য। এমনিতেই হাঁটুর এই সমস্যায় ক্যারিয়ারের বেশ ভুগেছেন উরুগুয়েন স্ট্রাইকার। তবে এখন ব্যথার সঙ্গে আর পেরে উঠছেন না। ব্রাজিলীয় পত্রিকা জিজেডএইচ এসপোর্তেস জানিয়েছে দীর্ঘদিন ধরে আর্থ্রোসিসে আক্রান্ত উরুগুইয়ান তারকা। সে জন্য নাকি অবসর নিয়ে ফেলার কথাই ভাবছেন সাবেক এই বার্সেলোনা তারকা।

পত্রিকাটি লিখেছে, সুয়ারেজ এরই মধ্যে তাঁর ব্রাজিলের ক্লাব গ্রেমিওর সঙ্গে সম্ভাব্য অবসর নিয়ে কথা বলেছেন। হাঁটুর সমস্যাটা তাঁকে খুব ভোগাচ্ছে। তা ছাড়া তিনি পরিবারকেও এখন অনেক বেশি সময় দিতে চান।

আতলেতিকো থেকে ব্রাজিলের গ্রেমিওতে যোগ দিয়েছিলেন সুয়ারেজ

এদিকে গ্রেমিওর সভাপতি আলবার্তো গুয়েরার বরাত দিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্ত জানিয়েছে, সুয়ারেজের হাঁটুর চোট এখন গুরুতর আকারই ধারণ করেছে। গুয়েরা বলেছেন, ‘সত্যিই সুয়ারেজের হাঁটুর অবস্থা খুবই গুরুতর। অবস্থা এমন দাঁড়িয়েছে যে তাঁকে অনেক ইনজেকশন ও ওষুধ খেয়ে খেলতে হচ্ছে। কিন্তু এটা কত দিন, আমরা জানি না। কিন্তু ওষুধ খাওয়ার পরও তাঁর ব্যথা যাচ্ছে না।’

কিছুদিন আগে খবর বেরিয়েছিল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নাকি মেসির সতীর্থ হতে যাচ্ছেন উরুগুইয়ান তারকা। ইন্টার মায়ামিতে যোগ দেওয়া নিয়ে খবরটি অবশ্য সুয়ারেজ নিজেই অস্বীকার করেছেন। তিনি জানিয়ে দিয়েছিলেন ২০২৪ পর্যন্ত গ্রেমিওর সঙ্গে চুক্তির মেয়াদটা তিনি শেষ করতে চান।

হাঁটুর চোটে হাঁপিয়ে উঠেছেন সুয়ারেজ

লম্বা সময় বার্সেলোনায় কাটানোর পর দুই বছর তাঁকে ছাঁটাই করে ক্লাবটি। এরপর সুয়ারেজ যোগ দিয়েছিলেন মাদ্রিদের ক্লাব আতলেতিকো মাদ্রিদে। প্রথম বছরেই আতলেতিকোকে লিগ জিতিয়ে জাত চিনিয়েছিলেন লুইস সুয়ারেজ। ২১ গোল করে আতলেতিকোকে লিগ শিরোপা জেতানোর পেছনে তাঁর ভূমিকা ছিল অনেক বেশি। কিন্তু সেখানেও থাকতে পারেননি। আতোয়াঁ গ্রিজমানের ফেরত আসা তাঁকে কিছুটা কোণঠাসা করে। তা ছাড়া ব্রাজিলিয়ান ম্যাতিউস কুনিয়া, আর্জেন্টাইন আনহেল কোরেয় এবং পর্তুগিজ তরুণ জোয়াও ফেলিক্সের সঙ্গে লড়াই করে ঠিক পেরে উঠছিলেন না সুয়ারেজ। দুই মৌসুম পরেই আতলেতিকো ছাড়তে হয় তাঁকে। এরপর ইউরোপে থাকার বহু চেষ্টা করেও পারেননি। না পেরে ফিরে যান নাসিওনালে। সেখানে এক মৌসুম কাটিয়ে যোগ দেন ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে।