ভুটানের বিপক্ষে ম্যাচ মানেই যেন বাংলাদেশের মেয়েদের জন্য গোল উৎসবের মঞ্চ। সেটা জাতীয় বা বয়সভিত্তিক, যে দলের ম্যাচই হোক না কেন। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ আরও একবার গোল উৎসব করেছে বাংলাদেশ। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বাংলাদেশ ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে। বাংলাদেশের হয়ে ২টি করে গোল করেছেন তৃষ্ণা রানী ও থুইনু মার্মা। ১টি করে গোল সুলতানা আক্তার, সুরভী আকন্দ, মুন্নি ও মোসাম্মত সাগরিকার। ভুটানের একমাত্র গোলটি প্রিয়া ঘালির।
গত নভেম্বরে কমলাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ সাফেও ভুটানের বিপক্ষে দুই ম্যাচ মিলিয়ে ১৭ গোল দিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। রাউন্ড রবিন লিগের ওই টুর্নামেন্টে ১ নভেম্বর প্রথম ম্যাচে ভুটানকে হারায় ৮-০ গোলে। এরপর ৭ নভেম্বর ভুটানের জালে দিয়েছিল গুণে গুণে ৯ গোল। এবারের অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টও হচ্ছে লিগভিত্তিক।
আজ শুরুটা একটু ধীরলয়েই করেছে বাংলাদেশ। তবে সময় যত গড়িয়েছে, ভুটানের রক্ষণভাগকে ততই অস্থির করে তুলেছেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। মাঝমাঠে কানন রানী বাহাদুর ও নুসরাত জাহান ছিলেন অপ্রতিরোধ্য। ১৬ মিনিটে তৃষ্ণার গোলে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে সুরভীর কোনাকুনি শট ভুটানের গোলরক্ষক ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু তাকে ফাঁকি দিয়ে বলটি জালে পাঠানোর চেষ্টা করেন সুরভী। শেষ পর্যন্ত ওই বলেই আলতো টোকায় তৃষ্ণা করেন ১-০।
ম্যাচের ২৮ মিনিটে তৃষ্ণা রানীর দ্বিতীয় গোল। এবার তাঁকে ডিফেন্স–চেরা পাস দেন নুসরাত জাহান। ৩৬ মিনিটে হেডে সুলতানা করেন ৩-০। ৪২ মিনিটে দুর্দান্ত শটে ভুটান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান সুরভী। ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
কোচ গোলাম রব্বানী দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামিয়েছেন মুন্নি, সাগরিকা, থুইনু ও বিথীকে। একাদশের চেয়েও যেন রিজার্ভ বেঞ্চ আরও শক্তিশালী বাংলাদেশের! ৬০ মিনিটে সুরভীর বদলি হিসেবে নেমে প্রথম স্পর্শেই গোল করেন থুইনু (৫-০)। ভুটানের গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুল বোঝাবুঝিতে ৬১ মিনিটে ৬-০ করেন মুন্নি। অবশ্য ম্যাচের ৬২ মিনিটে ডিফেন্ডারের ভুলে বাংলাদেশ খেয়েছে একটি গোল। ভুটানের ওই সান্ত্বনার গোলটি করেন প্রিয়া।
এরপর ৭৬ মিনিটে থুইনু করেছেন ৭-১। বক্সে ঢুকে সাগরিকা প্রথমে শট নিলেও সেটি ক্রসবারে লাগে। ফিরতি বলটিতে হেডে গোল করেন থুইনু। আর ৮৫ মিনিটে ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সাগরিকা।
এর আগে দিনের প্রথম ম্যাচে ভারত ৪-১ গোলে হারিয়েছে নেপালকে। ভারতের শিলজি শাহজি করেছেন হ্যাটট্রিক। অন্য গোলটি পূজার। নেপালের একমাত্র গোলটি বর্ষা ওলির।
আগামী ২২ মার্চ পরের খেলায় শক্তিশালী রাশিয়ার সঙ্গে খেলবে বাংলাদেশ।