বোয়িং ৭৪৭, ব্যক্তিগত এই বিমানে চেপে গতকাল সৌদি আরবে পৌঁছেছেন নেইমার। তাঁর নতুন ক্লাব সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে ব্রাজিলিয়ান তারকাকে। কিন্তু নেইমারের পরিচয়–পর্বের রাতে জিততে পারেনি আল হিলাল। নিজেদের মাঠে সৌদি প্রো লিগের ম্যাচে আল ফেইয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
এ ম্যাচের আগে নেইমারকে নিয়ে দুটি খবর পেয়েছেন আল হিলালের পর্তুগিজ কোচ জর্জ জেসুস। প্রথম খবরটি তাঁকে দিয়েছে আল হিলালের চিকিৎসক দল—নেইমার সামান্য চোট নিয়েই সৌদি আরবে এসেছেন। পরের খবরটি এসেছে ব্রাজিল থেকে। আগামী মাসে বলিভিয়া ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ব্রাজিল দলে রাখা হয়েছে নেইমারকে।
৮ সেপ্টেম্বর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর প্রথম ব্রাজিলের হয়ে মাঠে নামার কথা নেইমারের। পরের ম্যাচটি তারা পেরুর বিপক্ষে খেলবে লিমায়, ১২ সেপ্টেম্বর। তবে এ দুই ম্যাচের জন্য নেইমারকে ব্রাজিল দলে রাখায় অখুশি তাঁর নতুন ক্লাব আল হিলাল।
আল হিলালের কোচ জর্জ জেসুস কাল ফেইয়ার বিপক্ষে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। আল হিলালে নেইমারের অভিষেক কবে হবে? এমন এক প্রশ্নের উত্তরে জেসুস বলেন, ‘নেইমার এখানে চোট নিয়ে এসেছে। তার পেশির ছোট্ট একটা চোট আছে। আমি জানি না, কখন সে ফিরবে এবং খেলা আর স্বাভাবিক অনুশীলনের জন্য তৈরি হবে।’
চোট থাকা অবস্থায় নেইমারকে ব্রাজিল দলে ডাকার কারণেই মূলত জেসুস খুশি নন, ‘ব্রাজিল দলে তার থাকাটা ঠিক হয়নি। ব্রাজিল দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য তার ভ্রমণ করাটাও উচিত হবে না। সে তো এই মুহূর্তে পুনর্বাসনে আছে।’
ফেব্রুয়ারি মাসে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে লিলের বিপক্ষে পিএসজির ৪-৩ গোলের জয় পাওয়া ম্যাচে চোট পেয়েছিলেন নেইমার। এরপর বাকি মৌসুম তাঁকে কাটাতে হয়েছে মাঠের বাইরে। প্রাক্-মৌসুম প্রস্তুতির জন্য পিএসজির এশিয়া সফরের দলে ফেরেন তিনি। সেখানে তিনি দুটি ম্যাচ খেলেছেন।
এশিয়া সফর থেকে ফিরেই প্যারিস ছাড়ার ইচ্ছার কথা পিএসজিকে জানিয়ে দেন নেইমার। এরপর ৯ কোটি ইউরো ট্রান্সফার ফিতে তাঁকে আল হিলালের কাছে বিক্রি করে পিএসজি। সৌদি আরবের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেন নেইমার। বছরে তাঁকে ১০ কোটি ইউরো করে দেবে আল হিলাল।
বেতন ছাড়া চুক্তির শর্ত অনুযায়ীও নেইমার নানা রকম বোনাস ও সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে ৮টি বিলাসবহুল গাড়ি, ব্যক্তিগত বিমান ও সৌদি আরবে থাকার জন্য ২৫ কক্ষের একটি বাড়ি। এ ছাড়া ছুটির সময় তাঁর বেড়াতে যাওয়ার সব খরচও বহন করবে আল হিলাল।
এত কিছু যাঁকে দিচ্ছেন, সেই নেইমারকে কবে থেকে পাবে আল হিলাল? ফুটবলবিষয়ক খবরের ওয়েবসাইট গোল ডটকম জানতে পেরেছে, আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ১৫ সেপ্টেম্বর নতুন ক্লাবে অভিষেক হতে পারে নেইমারের। দলটির চিকিৎসক দল এমনটাই মনে করছে। সেই দিন সৌদি প্রো লিগে আল হিলাল খেলবে আল রিয়াদের বিপক্ষে।