আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থে’র সবচেয়ে বড় লড়াই বিশ্বকাপ ফাইনাল। এই ম্যাচ জিতলেই চার বছরের জন্য নিশ্চিত হবে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব। তবে ম্যাচটি আর্জেন্টাইনদের জন্য বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদার চেয়েও বেশি কিছু। এটি যে বিশ্বকাপে লিওনেল মেসির শেষ ম্যাচ।
এই ম্যাচ জিতলে পূরণ হবে মেসির অপূর্ণতা। মেসির ক্যারিয়ারে এই মুহূর্ত পর্যন্ত এই একটি না–পাওয়াই বাকি আছে। এই ম্যাচ নিয়ে বেশ সতর্ক আছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে সেরা একাদশ নিয়েই নামতে চান স্কালোনি।
ফাইনালের মহারণ সমানে রেখে গতকাল পুরো দল নিয়ে অনুশীলন সেরেছেন স্কালোনি। এই বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই আলাদা আলাদা ফরমেশনে দলকে খেলিয়েছেন স্কালোনি।
এমনকি অনেক ক্ষেত্রে একই ম্যাচে কৌশল বদলে দলকে খেলিয়েছেন এই আর্জেন্টাইন কোচ। ফাইনালেও প্রতিপক্ষ শক্তি বিবেচনায় দলকে সাজাবেন স্কালোনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, ফাইনালের আগে দুটি একাদশকে মাঠে নামিয়ে বাজিয়ে দেখেছেন স্কালোনি। যদিও দুই একাদশের মাঝে শুধু একটি পরিবর্তন এনেছিলেন আর্জেন্টাইন কোচ। সংবাদমাধ্যমটির দেওয়া তথ্য বলছে, ফাইনালের আগে পুরোপুরি ফিট হয়ে প্রস্তুত আছেন আনহেল দি মারিয়া।
যদি ডিফেন্ডার একজন কম খেলান, তবে সে ক্ষেত্রে মূল একাদশে দেখা যেতে পারে দি মারিয়াকে। যদিও কোন একাদশকে শেষ পর্যন্ত তিনি মাঠে নামাবেন, তা নিশ্চিত করেননি।
ফাইনালে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকালোস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ কিংবা দি মারিয়া, মার্কোস আকুনিয়া, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।