কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল জার্মানি। সেই হতাশা ভুলতেই কি না, বিশ্বকাপের পর ঘুরতে গিয়েছিলেন দলটির গোলকিপার ম্যানুয়েল নয়্যার। কিন্তু হতাশা ভোলার সেই সফর করতে পড়েছিলেন আরেক বিপদে। স্কিইং করতে গিয়ে পপাৎ ধরনিতল হয়ে ভেঙে গিয়েছিল পা। সেই পা এমনভাবেই ভেঙেছিল যে পুরো মৌসুমই শেষ হয়ে গেছে। এ মৌসুমে আর বায়ার্ন মিউনিখের হয়ে মাঠে নামা হবে না তাঁর।
স্কিইং করতে গিয়ে পা ভাঙার জন্য এতদিন পর অনুশোচনা হচ্ছে নয়্যারের। এভাবে পা ভাঙার জন্য নিজেকে ‘অপরাধী’ মনে করছেন বায়ার্নের জার্মান গোলকিপার। নয়্যারের এমন দুর্ঘটনায় বায়ার্নের বোর্ডও নাকি খুব হতাশ হয়েছিল।
বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে পড়ার পর কেন স্কিইং করতে গিয়েছিলেন, সেই ব্যখ্যা দিতে গিয়ে নয়্যার বলেছেন, ‘আমি বাড়িতে বসে ছিলাম এবং খুব বাজে লাগছিল। এমনকি আমি বসেও থাকতে পারছিলাম না। আমি খেলাগুলোও দেখতে চাইছিলাম না। এগুলো আমি নিতে পারছিলাম না।’
পা ভেঙে যাওয়ার পরই নয়্যার জানতে পারেন, অস্ত্রোপচার ছাড়া তাঁর সেরে ওঠার কোনো উপায় নেই। এখানেই ছিল বিপত্তি। স্কিইং করতে গিয়ে পা ভেঙেছে, এটা কীভাবে সবাইকে জানাবেন! সে সময়ের কথা নয়্যার বলেছেন এভাবে—‘আপনাকে যেটা ঝামেলায় ফেলবে, বিষয়টি কাছের মানুষকে জানানো যে কী ঘটেছে এবং এর জন্য আপনার অস্ত্রোপচার করাতে হবে। আমি আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম...আমার কণ্ঠ আড়ষ্ট হয়ে এসেছিল এবং চোখ থেকে পানি ঝরছিল।’