রিমোট নিয়ন্ত্রিত কারের সঙ্গে ধোঁয়া বোমা লাগিয়ে মাঠে ছুড়ে মারেন দর্শকেরা
রিমোট নিয়ন্ত্রিত কারের সঙ্গে ধোঁয়া বোমা লাগিয়ে মাঠে ছুড়ে মারেন দর্শকেরা

বুন্দেসলিগায় মাঠে ধোঁয়া বোমা, টেনিস বল, চকলেট ও মার্বেল ছুড়ে দর্শকদের প্রতিবাদ

জার্মান ফুটবল ক্লাবগুলোর সমর্থকদের উগ্র আচরণ নতুন কিছু নয়। তবে গতকাল যা ঘটেছে, সেটাকে বিরলই বলা যায়।

খেলা চলার সময় মাঠে বৃষ্টির মতো টেনিস বল, পানির বোতল, চকলেট, ক্যান্ডি, মার্বেল এমনকি রিমোট কন্ট্রোল কারের সহায়তায় ধোঁয়া বোমা ছুড়ে মেরেছেন সমর্থকেরা। তা–ও একটি–দুটি নয়; জার্মানির ঘরোয়া ফুটবল স্তরের শীর্ষ দুই প্রতিযোগিতা বুন্দেসলিগা ও বুন্দেসলিগা ২ মিলিয়ে পাঁচ–পাঁচটি ম্যাচে। এর জেরে রেফারিরা বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে বাধ্য হন।

কাল বুন্দেসলিগায় পাঁচটি ম্যাচ একই সময়ে শুরু হয়েছিল। এর মধ্যে চারটিতেই মাঠে টেনিস বল, বোতল, মার্বেল, চকলেট ও ক্যান্ডি ছুড়ে খেলা বাধাগ্রস্ত করেছেন সমর্থকেরা। বুন্দেসলিগা ২–এ দর্শকেরা আরও বড় কাণ্ড করে বসেন।

এই লিগে হানসা রোসটক–হামবুর্গ ম্যাচের ১০ মিনিটে মাঠে দুটি রিমোট নিয়ন্ত্রিত ছোট গাড়ি ছুড়ে মারেন তাঁরা। সেই গাড়ি দুটি থেকে নীল ও সাদা ধোঁয়া বের হতে থাকলে স্টেডিয়ামের একাংশ অন্ধকারাচ্ছন্ন ও ঝাপসা হয়ে যায়। বাধ্য হয়ে খেলা বন্ধ রাখেন রেফারি। নিরাপত্তাকর্মীরা রিমোট নিয়ন্ত্রিত গাড়ি দুটি স্টেডিয়ামের বাইরে নিয়ে যাওয়ার পর খেলা আবার শুরু হয়।

বুন্দেসলিগায় হফেনহাইম-ইউনিয়ন বার্লিন ও মাইনৎস-অগ্সবুর্গ ম্যাচে ম্যাচে বৃষ্টির মতো টেনিস বল ও চকলেট ছুড়তে থাকেন সমর্থকেরা। এ ম্যাচ দুটি শুধু বাধাগ্রস্ত হয়নি, অবস্থা বেগতিক দেখে খেলোয়াড়দের মাঠ ছেড়ে ড্রেসিংরুমেও চলে যেতে বলেন রেফারি। ভলফসবুর্গ-বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচে খেলোয়াড়দের মাঠ ছাড়তে না হলেও বেশ কয়েকবার খেলা বন্ধ রাখা হয়। আরেক ম্যাচে ছোড়া হয় মার্বেল।

এখন প্রশ্ন হলো, ফুটবলপাগল জার্মানরা হঠাৎ নিজেদেরই প্রিয় ক্লাবের ম্যাচ পণ্ড করতে উঠেপড়ে লেগেছেন কেন? কারণটা হলো টিভি স্বত্বের একাংশ বিক্রি করে দেওয়ার পরিকল্পনা। গত ডিসেম্বরে বুন্দেসলিগা ও বুন্দেসলিগা ২–এর টিভি স্বত্বের ৮ শতাংশ শেয়ার চড়া দামে বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেয় জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, এ অর্থের অঙ্কটা ৯০ থেকে ১০০ কোটি ইউরোর মতো।

বুন্দেসলিগার টিভি স্বত্বের একাংশ বিক্রি করতে চায় জার্মান ফুটবল ফেডারেশন

মূলত নিজেদের শীর্ষ স্তরের লিগ দুটির বাজার আরও বড় করা, বিশ্বজুড়ে এর প্রচার ও মূলধন বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে ডিএফবি। এ প্রস্তাবে বুন্দেসলিগা ও বুন্দেসলিগা ২–এর দুই–তৃতীয়াংশ ক্লাব সায়ও দিয়েছে। কিন্তু ক্লাবগুলোর সমর্থকেরা এতে রাজি নয়।

টিভি স্বত্ব বিক্রির সিদ্ধান্ত থেকে সরে আসতে তারা আরেকটি ভোটের আহ্বান জানায়। কিন্তু ডিএফবি তাদের দাবিতে সাড়া না দেওয়ায় গ্যালারি থেকে বোতল, টেনিস বল, মার্বেল, চকলেট, রিমোট নিয়ন্ত্রিত ছোট গাড়ি ছুড়ে প্রতিবাদ জানাতে শুরু করেছে।

কাল টেনিস বল আর মার্বেলের বৃষ্টিতে বারবার বাধাগ্রস্ত হওয়া ভলফসবুর্গ–ডর্টমুন্ড ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছে। ম্যাচ শেষে সমর্থকদের প্রতিবাদ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডর্টমুন্ড কোচ এডিন টেরজিক বলেছেন, ‘আমি এটার দ্রুত ও বিচক্ষণ সমাধান চাই। আমরা এখানে খেলা দেখতে এসেছি, পয়েন্ট ও গোলের জন্য লড়তে এসেছি। দুর্ভাগ্যবশত আজ (কাল) ৯০ মিনিটের বেশি সময়েও এটা হয়নি। কিন্তু দীর্ঘ সময় ধরে বাধা পেতে হয়েছে। যদিও মনে হচ্ছিল ৫০ জন নিরাপত্তাকর্মী আছেন। এরপরও মাঠে অনেক বল ছোড়া হয়েছে। ব্যাপারটা কখনো কখনো আমার কাছে বিপজ্জনক মনে হচ্ছিল। আমাকে বলতেই হচ্ছে আমরা আনন্দিত যে এর চেয়ে গুরুতর কিছু ঘটেনি।’

মাইনৎস–অগসবুর্গ ম্যাচে মাঠে টেনিস বল ছোড়েন দর্শকেরা। বলগুলো একটি পলিথিন ব্যাগে ভরে সরিয়ে নেন নিরাপত্তকর্মীরা

গত সপ্তাহে বুন্দেসলিগা ২-এ হামবুর্গ-হানোফার ম্যাচে গোলপোস্টের সঙ্গে সাইকেলের তালা লাগিয়ে দিয়ে অভিনব প্রতিবাদ জানান এক সমর্থক। সেটা সরাতে আয়োজকদের তালা কাটার যন্ত্র নিয়ে আসতে হয়। এ ঘটনার পর ব্ল্যাকস্টোন নামের একটি বেসরকারি বিনিয়োগ গোষ্ঠী টিভি স্বত্ব কেনার আলোচনা থেকে সরে এসেছে। তবে ক্রেতার তালিকায় এখনো রয়ে গেছে লুক্সেমবার্গের বিনিয়োগ পরামর্শক সংস্থা সিভিসি ক্যাপিটাল পার্টনারস।