যুক্তরাষ্ট্রে প্রাক্–মৌসুম সফরটা দারুণভাবেই শেষ করেছে বার্সেলোনা। আর্সেনালের বিপক্ষে ৫–৩ গোলের হার দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের বিপক্ষে পেয়েছে দারুণ জয়। কিন্তু দারুণ এই প্রস্তুতির পরও নিশ্চয়ই মন ভালো নেই জাভি হার্নান্দেজের। মৌসুম শুরুর আগে সফরের অন্যতম সেরা খেলোয়াড়টিকেই যে হারাতে হচ্ছে তাঁকে।
এই সফরে জাভির দলের হয়ে দারুণ আলো ছড়িয়েছেন উসমান দেম্বেলে। বিশেষ করে রিয়ালের বিপক্ষে বার্সার ৩–০ গোলের জয়ে দেম্বেলে ছিলেন দুর্দান্ত। কিন্তু সেই দেম্বলেই এখন বার্সা ছেড়ে চলে যাচ্ছেন পিএসজিতে। মূলত পিএসজিতে দল ছাড়ার পথে থাকা কিলিয়ান এমবাপ্পের সম্ভাব্য বিকল্প হিসেবে নেওয়া হচ্ছে দেম্বেলেকে। অন্যদিকে শোনা যাচ্ছে, পিএসজি নাকি দেম্বেলের জন্য ৫ কোটি ইউরোর সঙ্গে নেইমারকেও ধারে বার্সায় পাঠাতে চেয়েছিল, কিন্তু জাভি নিজেই সেই প্রস্তাবে রাজি হননি। পিএসজির প্রস্তাবে ‘নাহ, ধন্যবাদ’ বলে বিষয়টি নিয়ে দুই ক্লাব আর এগোতে দেননি এই স্প্যানিশ কোচ। এর আগেও নেইমার তাঁর ‘পরিকল্পনা নেই’ বলে মন্তব্য করেছিলেন জাভি।
ইউরোপীয় একাধিক সংবাদমাধ্যমের দাবি, নেইমারের খেলার মান নিয়ে জাভির কোনো সন্দেহ নেই। কিন্তু জাভির বিশ্বাস নেইমারের মতো কাউকে আনলে তা বাড়তি সুবিধা দেওয়ার পরিবর্তে অসুবিধাই তৈরি করবে বেশি। তা ছাড়া গত কয়েক বছরে নেইমার বেশ কয়েকবার চোটে পড়েছেন। তাঁর চোটপ্রবণতাও বার্সাকে বিপদে ফেলতে পারে বলে মনে করেন জাভি। মূলত এসব কারণেই তাঁকে দলে টানার পথ থেকে সরে এলেন এই স্প্যানিশ কোচ।
২০১৭ সালে নেইমার রেকর্ড দামে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর তাঁর বিকল্প হিসেবেই মূলত দেম্বেলেকে দলে ভিড়িয়েছিল কাতালান ক্লাবটি। শুরু থেকেই প্রতিভাবান হিসেবে বিবেচিত হলেও, বার্সায় নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি দেম্বেলে। তবে জাভির অধীনে সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে দেখা যায় দেম্বেলেকে। প্রাক্–মৌসুম সফরেও দেম্বেলে ছিলেন দারুণ উজ্জ্বল। কিন্তু পিএসজির প্রস্তাবের পর বাতাস ভিন্ন দিকে মোড় নিতে শুরু করে।
বার্সা ও জাভি চেয়েছিলেন, দেম্বেলে থেকে যান। কিন্তু এই ফরাসি তারকা নিজেই আর বার্সায় থাকতে চাননি। রিয়ালের বিপক্ষে ম্যাচে তাঁর পারফরম্যান্স নিয়ে জাভি বলেছিলেন, ‘আমি এর মধ্যে অনেকবার বলেছি আমার কাছে, নিজের পজিশনে তার বিশ্বসেরা হওয়ার সম্ভাবনা আছে। এটা আমি আমার প্রেজেন্টেশনে বলেছি। আজ আবার বলছি। আমি তাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছি। সে তার মূল্যও দিয়েছে।’
পাশাপাশি দেম্বেলেকে ধরে রাখা নিয়ে নিজের অনিশ্চয়তার কথাও জানান জাভি, ‘আমরা বাজার নিয়ন্ত্রণ করতে পারি না। এখানে কিছু শর্ত আছে এবং খেলোয়াড়দের নিজেদের সিদ্ধান্তের বিষয়ও আছে। আমি তাকে খুশি দেখতে চাই এবং তাকেই সিদ্ধান্ত নিতে হবে। সে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে। সে আমাদের বলেছে, এখানে ভালো আছে।’ যদিও শেষ পর্যন্ত জাভির সেই চাওয়া পূরণ হচ্ছে না।
অন্যদিকে গত মৌসুমজুড়ে শোনা গিয়েছিল নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন। এমনকি নেইমারের ক্লাব ছাড়ার দাবিতে তাঁর বাসার সামনে বিক্ষোভও করেছিল পিএসজি সমর্থকেরা। সে সময় শোনা গিয়েছিল, নেইমার নাকি তাঁর কাছের মানুষদের পিএসজি ছাড়ার কথা বলেও দিয়েছেন। কিন্তু পরিস্থিতি বদলাতে থাকে লুইস এনরিকে পিএসজির দায়িত্ব নেওয়ার পর। এনরিকের সঙ্গে নেইমারের সম্পর্ক আরও আগের। বার্সায় এ জুটি একসঙ্গে ট্রেবলও জিতেছিল।
যে কারণে এনরিকে দায়িত্ব নেওয়ার পর নেইমারের দলবদল নিয়ে আর কোনো গুঞ্জনও শোনা যায়নি। উল্টো স্প্যানিশ এই কোচের অধীন পিএসজিতে নেইমারের মূল তারকা হওয়ার খবরও শোনা যায়। এদিকে ৫ মাসের বেশি সময় পর মাঠে নেমে জোড়া গোল পেয়েছেন নেইমার। সব মিলিয়ে জাভির ‘না’ হয়তো পিএসজির জন্য শাপেবর হয়ে আসতে পারে। এখন নেইমার–পিএসজি সম্পর্ক শেষ পর্যন্ত ইতিবাচক কোনো ফল আনতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।