বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা

জাতীয় দলের জন্য ভালো খেলোয়াড় খুঁজে পেয়েছেন কাবরেরা

এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দল নিয়ে খুব বেশি আশা করেনি কেউই। সেটি গ্রুপিং ও দলের সামর্থ্য দেখেই।

কিন্তু মিয়ানমার আর ভারতের বিপক্ষে হারের পরও এই দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হাভিয়ের কাবরেরা। শুধু তা–ই নয়, এই দল থেকে মূল জাতীয় দলের জন্য বেশ কিছু খেলোয়াড়কে খুঁজে পেয়েছেন বলে আজ জানিয়েছেন বাংলাদেশ কোচ।

২০১৮ সালে সর্বশেষ জাকার্তা এশিয়াডে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে খেলেছিল। এবার প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া একরকম নিশ্চিতই হয়ে গেছে প্রথম দুই ম্যাচে পয়েন্টশূন্য থাকায়।

টানা দুই ম্যাচ হারায় এশিয়ান গেমস ফুটবলের গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে

তবে ভারতের বিপক্ষে আজ পেনাল্টি গোলে হারের পর সংবাদ সম্মেলনে কাবরেরা জানিয়ে দিলেন এশিয়াডে তাঁর লক্ষ্য সফল, ‘আমরা শুরু থেকেই বলে আসছিলাম, এশিয়াডে ফল কী হবে, সেটি নিয়ে ভাবছি না। এশিয়াডে যে দলটি নিয়ে এসেছি, সেটি তারুণ্যনির্ভর। এই পর্যায়ে খেলার অভিজ্ঞতা খুব বেশি তাদের নেই। তারপরও আমরা লড়াই করতে চেয়েছিলাম। সেটি করতে পেরেছি। দুটি ম্যাচেই আমরা পয়েন্ট তুলে নিতে পারতাম। তবে আমি মনে করি, লক্ষ্য পূরণে আমরা সফল। আমরা জাতীয় দলের জন্য কিছু ভালো খেলোয়াড় চেয়েছিলাম। সেটি আমরা পেয়েছি।’

মিয়ানমার আর ভারত—দুই ম্যাচেই গোল মিস নিয়ে আক্ষেপ আছে স্প্যানিশ কোচের। বিশেষ করে মিয়ানমারের বিপক্ষে ম্যাচে সুযোগ নষ্ট যে তাঁকে পোড়াচ্ছে, সেটি আজ তিনি সংবাদ সম্মেলনে বলেছেনও, ‘দুই ম্যাচেই গোল মিস করেছি। মিয়ানমারের বিপক্ষে ছয়টি মিস হয়েছে, আপনারা যদি রবিউলের ফ্রি–কিকটি ধরেন। ভারতের বিপক্ষে হয়তো অত সুযোগ তৈরি হয়নি। কিন্তু এ ম্যাচেও মিস করেছি। দুটি ম্যাচেই গোল পেলে আমরা জিততেও পারতাম। এটা ঠিক, এশিয়ান গেমসে গোল করতে না পারা আমাদের পয়েন্ট নিতে দেয়নি। অথচ, আমার দলের খেলোয়াড়েরা ভালো খেলেছে দুটি ম্যাচই।’

খেলোয়াড়রা দুই ম্যাচে কোনো গোল না পাওয়ায় আক্ষেপ আছে কাবরেরার

বসুন্ধরা কিংসের কয়েকজন খেলোয়াড়কে পাওয়া যায়নি এশিয়াডের দলে। ওই খেলোয়াড়েরা থাকলে দলটি আরও শক্তিশালী হতে পারত। কিন্তু এএফসি কাপের ম্যাচ থাকায় শেখ মোরছালিন, তপু বর্মণদের ছাড়েনি কিংস।

এ নিয়ে অবশ্য কোনো অভিযোগ নেই কাবরেরার। তিনি মনে করেন এএফসি কাপকে অগ্রাধিকার দিয়েই কিংস খেলোয়াড় ছাড়েনি, ‘এশিয়ান গেমস ফিফা উইন্ডোর বাইরে। ফলে কিংস খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। ওরা এএফসি কাপকে অগ্রাধিকার দিয়েছে। এটা ওদের যুক্তিসংগত সিদ্ধান্তই।’