বায়ার লেভারকুসেনের স্প্যানিশ কোচ জাবি আলোনসো
বায়ার লেভারকুসেনের স্প্যানিশ কোচ জাবি আলোনসো

বললেন ম্যাথাউস

লিভারপুল, বায়ার্ন, বার্সা—কোথাও যাবেন না জাবি আলোনসো

বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা এবং লিভারপুল—আগামী মৌসুমে এই তিন পরাশক্তির কোচের পদ খালি হওয়া নিশ্চিত। এই তিন দলেরই সম্ভাব্য কোচ হিসেবে আলোচনায় আছেন স্প্যানিশ কোচ জাবি আলোনসো।

কৌশলের জাদুর কাঠিতে বায়ার লেভারকুসেনের মতো খর্ব শক্তির দলকে এখন বুন্দেসলিগা ট্রফির স্বপ্ন দেখাচ্ছেন জাবি। শুধু এটুকুই নয়, জার্মান রেকর্ড ভেঙে চলতি মৌসুমে একমাত্র অপরাজিত দলও এখন লেভারকুসেন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৩ ম্যাচে হার দেখেনি দলটি।

এমন দলের কোচকে নিয়ে কাড়াকাড়ি পড়াটাই তো স্বাভাবিক। যদিও এখন পর্যন্ত নিজের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি আলোনসো। বলেছেন, আপাততটা মনোযোগটা তিনি লেভারকুসেনেই রাখতে চান। আলোনসোর ভবিষ্যৎ নিয়ে এবার মন্তব্য করেছেন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস। বলেছেন, আলোনসো বড় নাম দ্বারা প্রভাবিত হওয়ার মানুষ নন। এমনকি অর্থের টোপ দিয়েও লক্ষ্যচুত করা যাবে না তাঁকে।

জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস

আলোনসোর ভবিষ্যৎ গন্তব্য নিয়ে ভবিষ্যদ্বাণী করে ম্যাথাউস বলেছেন, ‘তার স্বপ্ন সম্ভবত কোনো একদিন বায়ার্ন, লিভারপুল কিংবা রিয়াল মাদ্রিদের কোচ হওয়া। কিন্তু আমার মত হচ্ছে, সে এখনো লেভারকুসেনের সঙ্গে সব চুকেবুকে ফেলেনি। জাবি (আলোনসো) এমন মানুষ নন, যে বড় নাম দ্বারা প্রভাবিত হবে। এ কারণেই খেলোয়াড় হিসেবে অনেক সফলতা উপভোগ করেছে।’

ম্যাথাউস আরও বলেছেন, ‘সে আর্থিক কারণেও চালিত হবে না। সে যেটা গড়ে তুলছে সেটাই তার কাছে বড় ব্যাপার। সে জানে কোথা থেকে সে এসেছে এবং অন্যের কাছে তার কি ঋণ সে সম্পর্কেও জানে। এ কারণে আমি মনে করি না সে আগামী মৌসুমে নতুন কোনো ক্লাবের দায়িত্ব নেবে।’

এখন ম্যাথাউসের ভবিষ্যদ্বাণী সত্য করে আলোনসো লেভারকুসেনে থেকে যাবেন নাকি তিন পরাশক্তির কোনো একটিকে বেছে নেবেন সেটা জানতে মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।