বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ
বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ

বলেছেন জাভি

‘বার্সা পৃথিবীর সবচেয়ে কঠিন ক্লাব’

ইউরোপিয়ান প্রতিযোগিতায় এখনো সেভাবে নিজের ঝলক দেখাতে পারেননি বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। ঘরোয়া আসরগুলোতে অবশ্য দেখা মিলছে জাভি-চমক। সর্বশেষ কোপা দেল রের সেমিফাইনালে সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে এসেছে তাঁর দল।

ম্যাচে জিতলেও বার্সার খেলার ধরন নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে জাভিকে। কিন্তু বার্সার মতো ক্লাবকে সামলানো কতটা কঠিন, লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে সেটাই মনে করিয়ে দিয়েছেন জাভি। বলেছেন, বার্সাকে বিশ্বের সবচেয়ে কঠিন কাজ।

রিয়ালের বিপক্ষে ম্যাচে বার্সার বলের দখল ছিল মাত্র ৩৫ শতাংশ। সেদিন নিজেদের স্বভাববিরুদ্ধ ‘বাস পার্ক’ করে রাখার মতো রক্ষণ করতে দেখা গেছে বার্সাকে। বার্সার এমন খেলা খোদ দলটির সমর্থকেরাই ভালোভাবে নিতে পারেনি।

মাদ্রিদ জয়ের পর বার্সা খেলোয়াড়দের উচ্ছ্বাস

ভ্যালেন্সিয়া ম্যাচের আগের এ নিয়ে জানতে চাইলে জাভি বলেছেন, ‘আমি দেখছি, একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। বার্সা বিশ্বের সবচেয়ে কঠিন ক্লাব। আপনি মাদ্রিদে গিয়ে ১-০ গোলে জিততে পারেন, তবে সেটা যথেষ্ট নয়। খেলার ধরন নিয়েও আলোচনা হবে। আর ফলটা যদি উল্টো হতো, তখন দিনটাকে জাতীয় ছুটি ঘোষণা করা হতো!’

রিয়ালের মতো দলের বিপক্ষে খেলাটা কত কঠিন, সেটা নিয়ে জাভি আরও বলেছেন, ‘মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ এবং লা লিগা চ্যাম্পিয়ন। তারা যদি আপনাকে চেপে ধরে, তবে এটা খুবই কঠিন। তারা যখন লেগে থাকে, তাহলে বলের দখল নিয়ে কথা বলা উদ্ভট ব্যাপার। বল পায়ে আমরা ভালো ছিলাম না। আমাদের উন্নতি করতে হবে। তবে বল পায়ে না থাকা অবস্থায় আমরা দুর্দান্ত খেলেছি। আমরা ৩৬ শতাংশ বলের দখল চাই না। কিন্তু এটাই ফুটবল।’

রিয়ালকে সেদিন কোনো সুযোগই দেয়নি বার্সা

এ মৌসুমে দুটি শিরোপা জয়ের সুযোগ আছে বার্সার। আপাতত সব ভুলে সেই দুই শিরোপায় মনোযোগ দিতে চান জাভি, ‘বার্সায় সব সময় একটা শোরগোল থাকে। আমাদের সেটা সামলাতে হবে। আমরা অনেক কিছু ভালোভাবে করছি। অনেক কিছু আছে, যেখানে আমাদের উন্নতি দেখাতে হবে। আমাদের সামনে দুটি শিরোপা জয়ের সুযোগ আছে।’

সামনে থাকা দুটি শিরোপা জয়ের পথে ইউরোপ থেকে ছিটকে যাওয়া সহায়তা করবে উল্লেখ করে জাভি বলেছেন, ‘আমাদের হাতে বেশি সময় থাকবে। ইউরোপে টিকে থাকতে পারলে ভালো লাগত। আমরা এখন বিশ্রামের জন্য বেশি সময় পাব এবং ভালোভাবে নিজেদের প্রস্তুত করতে পারব। এ সুবিধা আমরা পাব।’