লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

চটলেন ক্লপ, ড্রেসিংরুমে বিদ্রোহের গুঞ্জন উড়িয়ে দিলেন টেন হাগ

শেফিল্ড ইউনাইটেডের মাঠে কিছুক্ষণ আগেই ২-০ গোলে জিতেছে লিভারপুল। খোশমেজাজে সাক্ষাৎকার দিচ্ছিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। কিন্তু অ্যামাজন প্রাইম ভিডিওর বেরসিক সঞ্চালক বেমক্কা এমন একটা কথা বলে বসেন যে মেজাজ ধরে রাখতে পারেননি লিভারপুল কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে ম্যাচের প্রথমার্ধে ভার্জিল ফন ডাইক এবং দ্বিতীয়ার্ধে দমিনিক সোবোসলাইয়ের গোলে জয় তুলে নেয় লিভারপুল। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে থাকায় ক্লপের আর যা-ই হোক, বেজার হওয়ার কথা নয়। কিন্তু অ্যামাজন প্রাইম ভিডিওর সঞ্চালক মার্কাস বাকল্যান্ড ক্লপকে বলে বসেন, শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের ম্যাচটি জার্মান কোচের পছন্দের সময়ে (স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা আর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা) শুরু হবে।

এতেই চটে যান ক্লপ। কারণ, এর আগে তিনি অভিযোগ করেছিলেন, বুধবার সন্ধ্যায় খেলার পর শনিবার একটু আগেভাগেই মাঠে নামতে হয় লিভারপুলকে। সঞ্চালকের অজ্ঞতায় মেজাজটা আর ধরে রাখতে পারেননি লিভারপুল কোচ, ‘এমন কৌতুক করা সত্যিই সাহসের ব্যাপার...আমার মনে হয় ফুটবল নিয়ে কাজ করলেও আপনি বিষয়টি বোঝেননি, তাই আপনাকে এটা আবারও ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এটা নিয়ে কৌতুক করার অর্থ হলো আপনি অজ্ঞ।’

বাকল্যান্ড ক্লপকে বলেছিলেন, তিনি অসম্মানজনক কিছু বোঝাতে চাননি। ক্লপ পাল্টা বলেন, ‘ইতিমধ্যেই সেটা করেছেন। আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু আমি পারি না। কারণ, সেটা করলে পরিস্থিতি পাল্টে যাবে।’

লিভারপুলের হয়ে গোল পেয়েছেন ভার্জিল ফন ডাইক ও দমিনিক সোবোসলাই

১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ২ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় লিভারপুল। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষ চারের বাইরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড গতকাল রাতে চেলসির বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে। প্রথমার্ধে ১-১ গোলে সমতায় ছিল ইউনাইটেড। দুই অর্ধে ইউনাইটেডের হয়ে একটি করে গোল করেন স্কট ম্যাকটমিনে। চেলসির হয়ে গোলটি করেন কোল পালমারের। তালিকার ছয়ে থাকা ইউনাইটেডের সঙ্গে ৮ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দশে আছে চেলসি। ১৫ ম্যাচে ব্লুজদের সংগ্রহ ১৯ পয়েন্ট। গত তিনটি দলবদলের উইন্ডো মিলিয়ে ১০০ কোটি পাউন্ডের বেশি খরচ করা চেলসি মোটেও ভালো করতে পারছে না। লিগে ১৫ ম্যাচে মাত্র ৫ জয় কোচ হিসেবে মরিসিও পচেত্তিনোকেও প্রশ্নের মুখে ফেলেছে।

চেলসির পোস্ট তাক করে ২৮টি শট নেওয়া ইউনাইটেড লক্ষ্যে রাখতে পেরেছে ৯টি শট। সব মিলিয়ে লিগে এবারের মৌসুমে নিজেদের অন্যতম সেরা ম্যাচই খেলেছে ইউনাইটেড। তবে এই ম্যাচের আগে গুঞ্জন ছড়িয়েছিল ইউনাইটেডের ড্রেসিংরুমে বিদ্রোহের মুখোমুখি হয়েছেন কোচ এরিক টেন হাগ।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ

ম্যাচ শেষে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ডাচ কোচ, ‘সংকট? সেটা আমাদের জন্য না। আমরা শান্তই আছি। দলও ভালো পথে আছে। বিষয়টি হতাশার নয়। তবে আমরা নিজেদের আরও ভালো (আরও গোল করে) অবস্থানে রাখতে পারতাম।’