ইন্টার মায়ামির গোলের পর মেসিকে ঘিরে তাঁর সতীর্থদের উচ্ছ্বাস
ইন্টার মায়ামির গোলের পর মেসিকে ঘিরে তাঁর সতীর্থদের উচ্ছ্বাস

মেসি নয়, মায়ামিকে বাঁচাল ভিএআর

ঘরের মাঠে আরেকটি হারের প্রান্তে চলে গিয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচের তখন ৮৫ মিনিট, ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে সেন্ট লুইসের বিপক্ষে মায়ামি তখন ৩-২ গোলে পিছিয়ে। এমন অবস্থায় মায়ামি কার দিকে তাকিয়ে থাকে, সেটা সবারই জানা। কিন্তু যাঁর দিকে সবাই তাকিয়ে ছিল, সেই লিওনেল মেসিও কিছু করতে পারছিলেন না।

ঘরের মাঠে অবশ্য শেষ পর্যন্ত হার থেকে বেঁচেছে মায়ামি। কিন্তু মেসি নয়, মায়ামিকে আজ হার থেকে বাঁচিয়েছে ভিএআর! ৮৫ মিনিটে ইউলিয়ান গ্রেসেলের লম্বা পাস থেকে সেন্ট লুইসের জালে বল পাঠান বার্সেলোনার সাবেক খেলোয়াড় জর্দি আলবা। সঙ্গে সঙ্গেই আনন্দে মেতে ওঠে চেজ স্টেডিয়ামের গ্যালারি।

দলকে উৎসাহ দিচ্ছেন মায়ামির মালিকদের একজন ডেভিড বেকহাম
এএফপি

মুহূর্তেই আবার সেই উচ্ছ্বাস যায় থেমে। কারণ, সহকারী রেফারি যে পতাকা তুলে অফসাইডের সংকেত দেন। কিন্তু মূল রেফারি ভিএআরের সাহায্য নেন। মাঠের পাশে থাকা মনিটরে তিনি পুরো মুহূর্তটা দেখেন। মনিটরে দেখা যায়, আলবা অফসাইড নন। গোলের বাঁশি বাজান রেফারি। আবার উচ্ছ্বাসে ভাসে মায়ামির গ্যালারি। ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এর আগে ম্যাচের ১৫ মিনিটে পিছিয়ে পড়া মায়ামিকে ১০ মিনিট পর সমতায় ফেরান মেসি। ৪১ মিনিটে আবার পিছিয়ে পড়ে মায়ামি। প্রথমার্ধের যোগ করা সময়ে তাদের সমতায় ফেরান বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ। ৬৮ মিনিটে তাঁরই আত্মঘাতী গোলে ৩-২-এ পিছিয়ে পড়েন মেসিরা।

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মায়ামি গত বুধবার নিজেদের মাঠে আতালান্তার কাছে ৩-১ গোলে হেরেছিল।