আগের ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে ৩-১ ব্যবধানে হেরে বার্সেলোনার কাছে শীর্ষস্থান খুইয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কাল রাতে লাস পালমাসকে ২-০ ব্যবধানে হারিয়ে রিয়াল আবারও বার্সাকে ছাড়িয়ে গেছে ঠিকই; কিন্তু শীর্ষে ফেরা হয়নি।
মৌসুমের প্রথম ম্যাচ ড্রয়ের পর টানা ছয়টিতে জেতা জিরোনা উঠে গেছে পয়েন্ট তালিকার চূড়ায়। চমক জাগানো জিরোনার পয়েন্ট ১৯, রিয়ালের ১৮ আর বার্সার ১৭। তিন দলই সাতটি করে ম্যাচ খেলেছে।
আতলেতিকো ম্যাচে শুরুতেই দুই গোল খেয়ে বসা রিয়াল কাল শুরু থেকেই সতর্ক ছিল। রক্ষণ ঠিক রেখে মুহুর্মুহু আক্রমণও করেছে। প্রথমার্ধেই গোটা দশেক সুযোগ তৈরি করেছিল। কিন্তু প্রথম গোলটা পেতে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত।
ধারে এসি মিলানে যাওয়া ব্রাহিম দিয়াজ ৩ বছর পর রিয়ালে ফিরে কালই প্রথমবার শুরুর একাদশে খেলেছেন। লস ব্লাঙ্কোদের এগিয়ে দেন তিনিই।
বিরতির পর অন্য গোলটি করেন হোসেলু। বার্নাব্যুতে আগের দুই ম্যাচেও স্কোরশিটে নাম তুলেছিলেন এই স্ট্রাইকার। কালকের ম্যাচটা ছিল ভিনিসিয়ুস জুনিয়রের প্রত্যাবর্তনের। চোট কাটিয়ে এক মাস পর ফিরেছেন ভিনি। ৫৭ মিনিটে হোসেলুর বদলি হিসেবেই নামেন ব্রাজিলিয়ান উইঙ্গার।
টানা খেলার মধ্যে থাকায় কাল বিশ্রাম দেওয়া হয়েছিল অভিষেক মৌসুমেই রিয়ালের ত্রাতা বনে যাওয়া জুড বেলিংহামকে। বেঞ্চে বসে ছিলেন মাঝমাঠের আরেক কান্ডারি লুকা মদরিচও। প্রতিপক্ষ লাস পালমাস অপেক্ষাকৃত দুর্বল দল হওয়াতেই হয়তো বাকিদের বাজিয়ে দেখতে চেয়েছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তবে প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও দ্বিতীয়ার্ধ নিয়ে অতৃপ্তি রয়ে গেছে।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘আমি দ্বিতীয়ার্ধের শেষ দিকে উদ্বিগ্ন ছিলাম, যখন আমরা খেলার গতি কমিয়ে দিয়েছিলাম। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল না এবং খেলায় তেমন ধারও ছিল না। সমস্যা এড়াতে (গোল না খেতে) আমরা দারুণ শুরু করেছিলাম। প্রথমার্ধে আমাদের নিখুঁত ফিনিশিংয়ে কিছুটা ঘাটতি ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক মানসিকতার অভাব ছিল।’
শেষ ৪৫ মিনিটের অতৃপ্তির সঙ্গে দুশ্চিন্তাও যোগ হয়েছে আনচেলত্তির। কাল চোট নিয়ে মাঠ ছেড়েছেন ডেভিড আলাবা, আন্তনিও রুডিগারও হালকা চোট পেয়েছেন।
লিগে রিয়ালের পরের ম্যাচ শনিবার, প্রতিপক্ষ শীর্ষে থাকা জিরোনা। খেলা হবে জিরোনার মাঠ মন্তিলিভিতে। একে তো দারুণ ছন্দে থাকা জিরোনার বিপক্ষে তাদের মাঠে খেলা, তার ওপর দুই তারকা ডিফেন্ডারদের চোট।
সব মিলিয়ে আনচেলত্তি একটু চিন্তিতই, ‘আলাবার পায়ের পেশিতে সমস্যা দেখা দিয়েছে। আমরা ওকে (পরের ম্যাচে) পাচ্ছি না। রুডিগারেরও হালকা ব্যথা আছে। তবে আশা করছি সে ঠিক হয়ে যাবে। দেখি, কী হয়।’