শেখ রাসেলকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে আবাহনী
শেখ রাসেলকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে আবাহনী

১৪ বছর পর আবাহনী-মোহামেডান স্বপ্নের ফাইনাল

শক্তিশালী বসুন্ধরা কিংসকে হারিয়ে ১৪ বছর পর গত মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে ওঠে মোহামেডান। সাদা–কালোর সেই জয়ের পর থেকেই ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, কুমিল্লায় ৩০ মের ফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ হিসেবে যেন আবাহনী উঠে আসে। তাহলে ১৪ বছর পর ফেডারেশন কাপে দুই দল আবার মুখোমুখি হবে। পূরণ হয়েছে সেই প্রত্যাশা। আজ কুমিল্লা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়াচক্রকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী।

জোড়া গোল করেছেন আবাহনী লিমিটেডের ফরোয়ার্ড ফয়সাল আহমেদ (ফাহিম)। অন্য গোলটি দানিয়েল কলিনদ্রেসের। প্রথমার্ধে দলকে দুরূহ কোণ থেকে বাঁ পায়ের দারুণ প্লেসিংয়ে এগিয়ে নেন ২০১৮ বিশ্বকাপে খেলা কলিনদ্রেস। বয়স হয়ে গেলেও তিনি যে ফুরিয়ে যাননি, সেই ঝলকই দেখালেন আজ কলিনদ্রেস। এই গোলে ম্যাচের রং যায় পাল্টে।

বিরতির পরপরই ২-০ করেন ফয়সাল আহমেদ। বক্সের ভেতর থেকে দারুণ গড়ানো শটে আসে এই গোল। ৭০ মিনিটে তৃতীয় গোলটাও পেয়ে যান ফয়সাল আহমেদ। তাঁর শট সরাসরি চলে যায় জালে। শেখ রাসেলের অভিজ্ঞ গোলকিপার আশরাফুল ইসলাম কিছুই করতে পারেননি। গোলের সুযোগ পেয়েছে শেখ রাসেলও। কিন্তু এমফন উদো সহজ সুযোগ পেলেও খুঁজে পাননি গোলের ঠিকানা। যে কারণে ফাইনালে ওঠা হলো না জামাল ভূঁইয়ার শেখ রাসেলের।

এক যুগেরও বেশি সময় পর মোহামেডানের বিপক্ষে ফাইনাল খেলবে আবাহনী

আবাহনী লিমিটেড ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন। গতবার তারা ফাইনালে রহমতগঞ্জকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। অন্যদিকে মোহামেডান সর্বশেষ ফেডারেশন কাপের ফাইনালে খেলেছে ২০০৯ সালে। সেটিই ছিল এই টুর্নামেন্টের ফাইনালে দুই প্রধানের সর্বশেষ দেখা। সে হিসাবে ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে দেখা যাবে আবাহনী-মোহামেডানকে।

তবে ঘরোয়া ফুটবলের কোনো ফাইনালে দুই দল সর্বশেষ খেলেছে ২০১১ সালের ৬ আগস্ট। কোটি টাকার সুপার কাপের ফাইনালে মোহামেডানকে সেবার হারায় আবাহনী। ঘরোয়া অন্য টুর্নামেন্ট স্বাধীনতা কাপে আবাহনী-মোহামেডান ফাইনাল হয়েছে ১৯৯১ সালে। এই টুর্নামেন্টে অবশ্য ২০১৪ সালে মোহামেডান সর্বশেষ ফাইনালে খেলে চ্যাম্পিয়নও হয়েছে। সেটিই ঘরোয়া ফুটবলে মোহামেডানের সর্বশেষ কোনো শিরোপা।

জোড়া গোল করা ফাহিমকে অভিনন্দন সতীর্থদের

দীর্ঘ সাফল্য–খরা ঘোচাতে এবার মরিয়া মোহামেডান, মরিয়া আবাহনীও। কারণ, চলতি মৌসুমে স্বাধীনতা কাপ হাতছাড়া হয়েছে আবাহনীর। যেটিতে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগেও আবাহনীর চ্যাম্পিয়ন হওয়ার বাস্তব আশা শেষ। আবাহনীর হাতে আছে শুধু ফেডারেশন কাপ। আর এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে আজ আবাহনী এত সহজে জিতবে, নিজেরাও হয়তো ভাবেনি। বড় বাজেটের দল গড়েও শেখ রাসেল ব্যর্থ।