আল–নাসরের হয়ে প্রথম গোল পেয়েছেন রোনালদো
আল–নাসরের হয়ে প্রথম গোল পেয়েছেন রোনালদো

‘সৌদি লিগে প্রথম গোল করতে পেরে আনন্দিত’

মনে হচ্ছিল, আরেকটি ব্যর্থতার রাত ডাকছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। আর কয়েক মিনিট পার হলেই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হতো পর্তুগিজ তারকাকে। শেষ পর্যন্ত অবশ্য তেমনটা হয়নি। যোগ করা সময়ে পাওয়া পেনাল্টি গোল কিছুটা হলেও স্বস্তি দিয়েছে তাঁকে। রোনালদোর এ গোলেই যে হারতে হারতে ম্যাচ ড্র করেছে আল–নাসর। তবে এ গোলের আগে বেশ সংগ্রামই করতে হয়েছে ‘সিআর সেভেন’কে।

সহজ সুযোগ হাতছাড়া করার পাশাপাশি এদিন তাঁর গোল বাতিল হয় ভিএআরে। এমনকি ক্রসবারও গোলবঞ্চিত করেছে রোনালদোকে। শেষ পর্যন্ত অবশ্য আল–নাসরের হয়ে প্রথম গোল পাওয়ার আনন্দ নিয়েই মাঠ ছাড়তে পেরেছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ উইঙ্গার। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। বলছেন, কঠিন ম্যাচে গোল পেয়ে এবং দলের ড্রয়ে তিনি আনন্দিত।

সৌদি আরবে রোনালদোর শুরুটা দারুণভাবেই হয়েছিল। রিয়াদ অল স্টার একাদশের হয়ে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করে শুরুটা করেছিলেন ৩৭ বছর বয়সী এই ফুটবল মহাতারকা। প্রতিযোগিতামূলক ফুটবলে আল–নাসরের হয়ে মাঠে নামার পর উল্টো চিত্র দেখতে হয় রোনালদোকে।

নিজে গোল পেলেও দলকে জেতাতে পারেননি রোনালদো

সৌদি সুপার কাপ থেকে বিদায়ও নিতে হয় রোনালদোর দল আল–নাসরকে। কাল সৌদি প্রো লিগে আল–ফাতেহর বিপক্ষে ম্যাচেও খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল আল–নাসর। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দলকে রক্ষা করেছেন রোনালদোই।

ম্যাচ শেষে রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সৌদি লিগে নিজের প্রথম গোল করতে পেরে আনন্দিত। কঠিন ম্যাচে গুরুত্বপূর্ণ এ ড্র পেতে পুরো দলের দারুণ প্রচেষ্টা ছিল।’

রোনালদো নিজের প্রথম গোল পাওয়ায় খুশি হওয়ার কথা জানিয়েছেন আল–নাসর কোচ রুডি গার্সিয়াও। ম্যাচ শেষে তিনি লিখেছেন, ‘ফুটবলে কিছু বিষয় আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, আর কিছু পারবেন না। আমরা দুটি গোল হজম করেছি এবং সেটা ছিল আমাদের নিজেদের ভুলে। তবে আমাদের দুর্ভাগ্য যে দুটি শট পোস্টে লেগেছে। ক্রিস্টিয়ানো তার প্রথম গোল পেয়েছে এবং আমরাও দুটি গোল করেছি।’