লিওনেল মেসি কোথায় যাচ্ছেন? বার্সেলোনা, ইন্টার মায়ামি না সৌদি আরবের আল হিলালে? এ মুহূর্তে ফুটবলের দলবদল দুনিয়ার সবচেয়ে বড় আগ্রহের বিষয় এটিই। পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের কাল জানিয়ে দিয়েছিলেন শনিবারই পিএসজির জার্সিতে মেসি তাঁর শেষ ম্যাচ খেলবেন। যদিও আজ পিএসজি জানিয়েছে, শনিবার পিএসজির জার্সিতে নয়, এই মৌসুমের শেষ ম্যাচ খেলবেন মেসি। যার অর্থ হতে পারে, মেসির পিএসজি ছাড়া এখনো নিশ্চিত নয়!
মেসিকে দলবদল নিয়ে একেকবার একেক খবর সামনে আসার ঘটনা অবশ্য বেশ কিছুদিন ধরেই চলছে। গত মাসে বার্তা সংস্থা এএফপি খবর দিল, মেসি নাকি সৌদি আরবে খেলার জন্য চুক্তিতে একমত হয়েছেন। যদিও মেসির ঘনিষ্ঠজনেরা তখন খবরটি অস্বীকার করেন।
সম্প্রতি আবার শোনা যাচ্ছে, মেসির বাবা ও তাঁর এজেন্ট হোর্হে মেসি নাকি ছেলের সৌদি আরবের দিক থেকে আসা প্রস্তাবে সম্মত হয়েছেন। সৌদি আরবের ক্লাব আল হিলাল তো মেসিকে দলে নিতে টাকার অঙ্ক রীতিমতো অকল্পনীয় পর্যায়ে নিয়ে যাচ্ছে। মেসিকে দলে ভেড়াতে প্রস্তাব দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিও।
এদিকে বার্সেলোনা দাবি করেই যাচ্ছে, মেসি আবারও তাঁর প্রিয় ক্লাবে ফিরে যাবেন। কিন্তু সেটি নিয়েও আছে অনিশ্চয়তা। মেসিকে দলে নিতে হলে লা লিগার বেতন কাঠামো অনুসরণ করতে হবে। মানতে হবে উয়েফার আর্থিক সংগতি নীতি। সৌদি আরব থেকে মেসির যে প্রস্তাব আছে, সেটির সঙ্গে বিচার করলে বার্সেলোনার লম্ফঝম্প অদ্ভুতই লাগার কথা। কারণ, মেসিকে এখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়নি বার্সেলোনা। অনেকের সন্দেহ, বার্সেলোনা মেসিকে আদৌ পেতে চায় কি না? নাকি পুরোটাই একধরনের দেখনদারি ব্যাপার।
এই যখন অবস্থা, তখন স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোকে একটা সাক্ষাৎকার দিয়েছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। তিনি জানিয়েছেন, মেসির সঙ্গে তাঁর সার্বক্ষণিক যোগাযোগ আছে। আর্জেন্টাইন তারকা আগামী সপ্তাহেই তাঁর ভবিষ্যৎ নির্ধারণ করবেন।
একই সঙ্গে জানিয়েছেন, মেসিকে বার্সেলোনায় স্বাগত জানানো হবে মুক্ত মনে, ‘মেসিকে নিয়ে কমপক্ষে ২০০টি অনুমাননির্ভর খবর আপনি পাবেন। কিন্তু আসল কথাটা হচ্ছে, মেসি নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন আগামী সপ্তাহে। বার্সেলোনায় তাঁর জন্য দরজা খোলাই আছে। এখানে বিতর্কের অবকাশ নেই।’
কোচ হিসেবে তাঁর দিক দিয়ে মেসির প্রতি শতভাগ সমর্থন আছে বলেই জানিয়েছেন জাভি, ‘কোচ হিসেবে আমার দিক দিয়ে মেসির বার্সেলোনায় আসার ব্যাপার শতভাগ সায় আছে। সে বার্সেলোনায় এলে আমরা তাকে আনন্দের সঙ্গেই গ্রহণ করব।’
মেসিকে খুব অল্প বয়স থেকে দেখেছেন জাভি। একসঙ্গে খেলেছেন দীর্ঘদিন। জিতেছেন বেশ কিছু শিরোপা। সে হিসেবে মেসি জাভির কাছে অচেনা কেউ নন। কিন্তু এবার যদি মেসি ফেরেন কোচ হিসেবে তাঁকে কোন ভূমিকায় খেলাবেন তিনি? জাভির উত্তর খুবই পরিষ্কার, ‘সে মাঠের যেকোনো জায়গায় খেলতে পারে। সে উইঙ্গার হিসেবে খেলতে পারে, মিডফিল্ডার হিসেবে খেলতে পারে, এমনকি “ফলস নাইন” হিসেবেও খেলতে পারে। সে তো এই জায়গাতেই সারা জীবন খেলেছে।’
মেসিকে পেলে বার্সেলোনার আক্রমণভাগে বাড়তি শক্তি যোগ হবে বলে মনে করেন জাভি, ‘সবকিছুর মূলে একজন খেলোয়াড়ের প্রকৃতি প্রদত্ত অভ্যাসটাই আসল। এটাই একজন খেলোয়াড়ের খেলাটাকে অন্য মাত্রায় নিয়ে যায়। আমি মনে করি আমাদের অ্যাটাকিং থার্ডে এ ধরনের খেলোয়াড়ের অভাব আছে। মেসি এলে এই জায়গায় আমাদের শক্তি বাড়বে।’
অবসর নেওয়ার পর জাভি কাতার লিগে আল সাদের হয়ে খেলেছেন। কোচও ছিলেন ক্লাবটির। সেখানে বেশ কয়েক মৌসুম কাটিয়ে তিনি আবারও বার্সেলোনায় ফিরেছেন কোচ হয়ে। প্রথমবার দায়িত্ব নিয়েই জাভি বার্সেলোনাকে জিতিয়েছেন লা লিগার শিরোপা।
বার্সেলোনার হয়ে ৩৪টি শিরোপা জিতেছেন মেসি। খেলেছেন টানা ১৭ বছর। ২০২১ সালের আগস্টে বার্সেলোনার আর্থিক সমস্যার মধ্যে ক্লাব ছাড়তে বাধ্য হন মেসি। বার্সেলোনা থেকে তিনি দুই বছরের চুক্তিতে যোগ দেন পিএসজিতে।