পিএসজি ছেড়ে বার্সেলোনায় যেতে চান নেইমার
পিএসজি ছেড়ে বার্সেলোনায় যেতে চান নেইমার

নেইমার: পিএসজি টু বার্সা, ভায়া সৌদি আরব?

দুইয়ে দুইয়ে চার যেন মিলতেই চাইছে না নেইমারের! পিএসজি ছাড়তে চান ব্রাজিলিয়ান তারকা, যেতে চান বার্সেলোনায়। পিএসজির এ নিয়ে সমস্যা নেই। সমস্যা আসলে অন্য জায়গায়—আর্থিক সংকটের কারণে বার্সেলোনা এই মুহূর্তে নেইমারের সঙ্গে চুক্তি করতে পারছে না!

তবে একটু ঘুরপথে নেইমারকে দলে ভেড়ানোর একটা উপায় বার্সেলোনা বের করেছে। নেইমার যদি সেই পথ ধরেও বার্সায় ফিরতে পারেন, তা নিয়ে কোনো আপত্তি নেই পিএসজির। স্পেনের ক্রীড়া দৈনিক স্পোর্ত সেই খবরই দিয়েছে।

বার্সেলোনায় ফিরতে হলে আগে কি সৌদি আরবে যেতে হবে নেইমারকে?

কী সেই ঘুরপথ? ২০১৭ সালে দলবদল ফির বিশ্ব রেকর্ড গড়ে ২২ কোটি ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখানো নেইমার যদি প্রথমে সৌদি আরবের কোনো ক্লাবে যান, সেখান থেকে তাঁকে ধারের চুক্তিতে নেবে বার্সা। পরিকল্পনাটা এ রকমই।

ধারের চুক্তিতে নিলে নেইমার সৌদি আরবের সেই খেলোয়াড়ই থাকলেন। মাঝে বার্সেলোনারও উপকার হলো। উসমান দেম্বেলে চলে যাওয়ায় এই মুহূর্তে ভালো একজন ফরোয়ার্ড বার্সার খুব প্রয়োজন। নেইমারকে বছরে ১ কোটি ২০ লাখ ইউরো বেতনের প্রস্তাবও নাকি এরই মধ্যে দিয়েছে বার্সেলোনা।

ফ্রান্সের সংবাদমাধ্যম রেলেভোর খবর অনুযায়ী সৌদি আরবের কোনো এক ক্লাব থেকে প্রস্তাবও আছে নেইমারের জন্য। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য সেই ক্লাব নাকি পিএসজিকে ২০ কোটি ইউরো পর্যন্ত দলবদল ফি দিতে প্রস্তুত আছে।

পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার

২০১৭ সালে নেইমারের পর বার্সেলোনা থেকে লিওনেল মেসিকে মুক্ত খেলোয়াড় হিসেবে বিনা দলবদল ফিতে ২০২১ সালে দলে ভিড়িয়েছিল পিএসজি। এ বছর তারা বার্সেলোনা থেকে দলে টেনেছে দেম্বেলেকে।

বার্সেলোনাকে প্রায় তারকাশূন্য করা পিএসজিও বলতে গেলে সবাইকে হারাচ্ছে। মুক্ত খেলোয়াড় হিসেবে পিএসজি থেকে এ বছরই মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে গেছেন মেসি। এমবাপ্পেও আসন্ন মৌসুমের পর আর চুক্তি নবায়ন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। আর এখন নেইমার চলে যেতে চাইছেন। সব মিলিয়ে তারকাশূন্য হয়ে পড়ছে পিএসজিও।