আজ, অর্থাৎ ৪ নভেম্বর জীবনের ৬,৩২৪তম দিনটি পার করছেন লামিনে ইয়ামাল। আরেকটু সহজ করে বললে আজকের দিনে ইয়ামালের বয়স হলো ১৭ বছর ৩ মাস ২২ দিন। ফুটবলীয় দিক বিবেচনায় এ দিনটি বেশ গুরুত্বপূর্ণ। বয়সের দিক থেকে ঠিক এই দিনেই পেশাদার ফুটবলে আবির্ভাব কিংবদন্তি লিওনেল মেসির। বার্সেলোনার হয়ে মেসির অভিষেক হয়েছিল ১৬ অক্টোবর ২০০৪ সালে। সেদিন মেসিদের প্রতিপক্ষ ছিল এস্পানিওল।
মেসিকে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রথমে ক্লাবের হয়ে এবং পরে জাতীয় দলের হয়ে অর্জনের সম্ভাব্য সব ভান্ডার পূর্ণ করেছেন। ব্যক্তিগত পর্যায়েও অসংখ্য রেকর্ড ও মাইলফলক নিজের করে নিয়েছেন। প্রশ্ন হচ্ছে, যে ইয়ামালকে এখন মেসির সঙ্গে তুলনা করা হচ্ছে, তিনি কি আর্জেন্টাইন কিংবদন্তির পথে হাঁটতে পারবেন? মেসির দুই দশকের যে বিশাল ক্যারিয়ার, তাঁর কাছাকাছি কি ইয়ামাল যেতে পারবেন?
ইয়ামালের প্রতিভা ও সাফল্য–ক্ষুধা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এখনই শেষ কথা বলার সুযোগ নেই। মেসির সঙ্গে হিসাব মেলালে ইয়ামালের ক্যারিয়ার তো কেবল শুরু হলো। সামনে পড়ে আছে দীর্ঘ পথ। তবে একদিক থেকে এরই মধ্যে মেসিকে ছাপিয়েই গেছেন ইয়ামাল। মানে মেসির যে বয়সে অভিষেক হচ্ছে, তার আগেই ইয়ামালের নামের পাশে যোগ হয়েছে বেশ কিছু মাইলফলক।
এর আগে গত বছর এপ্রিলে ইয়ামালের যখন অভিষেক হয়, তখন তাঁর বয়স ছিল ১৫ বছর ৯ মাস ১৬ দিন। সে সময় ইয়ামাল ভেঙেছিলেন বার্সার হয়ে ২১ শতকে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড।
সেদিনের পর স্পেনের হয়ে ইউরো জেতার পাশাপাশি ব্যক্তিগত ও দলীয় কিছু রেকর্ড নিজের করে নেন ইয়ামাল। পাশাপাশি ব্যালন ডি’অরে সেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফিও সবচেয়ে কম বয়সে জয়ের রেকর্ড গড়েছেন। এ ছাড়া ছোট–বড় আরও বেশ কিছু রেকর্ড নিজের করে নেন এই উইঙ্গার।
বার্সেলোনার হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা: ১৬ বছর ৮৭ দিন
লা লিগায় সবচেয়ে কম বয়সী গোলদাতা: ১৬ বছর ৮৭ দিন
কোপা দেল রেতে সবচেয়ে কম বয়সী গোলদাতা: ১৬ বছর ১৯৫ দিন
রিয়াল মাদ্রিদের বিপক্ষে কম বয়সী গোলদাতা ১৭: বছর ১০৫ দিন
চলতি বছর স্পেনের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলারের খেতাবও পেয়েছেন ইয়ামাল। ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী, তাঁর দাম উঠেছে ১৫ কোটি ইউরো। ভাবা যায়, এই বয়সেই এত কিছু। অথচ ইয়ামালের বয়সে মেসির অভিষেকও হয়নি। তবে মেসির পথে হাঁটা যেকোনো ফুটবলারের জন্যই কঠিন চ্যালেঞ্জ, ইয়ামাল সেটা পারবেন কি না, সেই উত্তর তোলা রইল সময়ের হাতে।