পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার
পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার

‘আমি তোমাকে ভালোবাসি’—কথাটা যাঁকে বললেন নেইমার

ক্লাব ফুটবলে এখন বিরতি। ফুটবলাররা এখন নিজেদের মতো করে অবকাশ যাপন করছে। কেউ পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন, কেউ আবার নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছেন। ফুটবলের এই বিরতিতে রিও ডি জেনিরোতে একসঙ্গে সময় কাটিয়েছেন ব্রাজিলের দুই ফুটবল তারকা নেইমার ও ভিনিসিয়ুস। নেইমারকে কাছে পেয়ে আপ্লুত হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও দিয়েছেন ভিনি। পিএসজি তারকার প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। একই ছবি পোস্ট করে নেইমারই অবশ্য আগে ভালোবাসার কথা জানান ভিনিকে। পরে একই কথা লিখেছেন, ভিনির পোস্টের কমেন্টেও।

গত এক দশকে ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় তারকা নেইমার। এখনো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পোস্টার বয় ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। আর ভিনিসিয়ুসের আবির্ভাব অনেকটা ধূমকেতুর মতো। রিয়াল মাদ্রিদে নিজের আগমনেই আলো ছড়িয়েছেন এই উইঙ্গার। খেলার পাশাপাশি ফুটবলে বর্ণবাদবিরোধী আন্দোলনের কারণেও ভিনিসিয়ুস এখন বিশ্বব্যাপী পরিচিত মুখ

ভিনিসিয়ুস বর্তমান সময়ের সেরা ফুটবলারদের একজন হয়ে ওঠার পেছনে অবশ্য ভূমিকা আছে নেইমারেরও। সেই ভূমিকা একই সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ। মূলত, নেইমারকে আদর্শ মেনেই ফুটবলের পথে চলা শুরু করেছিলেন ভিনিসিয়ুস। আর পরে বন্ধু হিসেবে পেয়েছেন নানা পরামর্শও।

তাই ব্রাজিলের রাজধানী রিওতে আদর্শ নেইমারের সঙ্গে সময় কাটাতে পেরে বেশ আবগতাড়িত হয়ে পড়েছেন ভিনিসিয়ুস। নেইমারের সঙ্গে সময় কাটানোর ছবি ও ভিডিও দিয়ে ভিনিসিয়ুস লিখেছেন, ‘আপনার আদর্শের সঙ্গে যখন বন্ধুত্ব গড়ে ওঠে এবং সে আপনার সঙ্গে সময় কাটাতে আসে (সেটা দারুণ ব্যাপার। কখনো নিজের স্বপ্নের পিছু ছাড়বে না—এই কথাটা আগে কখনো এতটা অর্থবহ মনে হয়নি। এত কিছুর জন্য তোমাকে (নেইমারকে) ধন্যবাদ এবং আমি তোমাকে ভালোবাসি।’

ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমার

ভিনির এই পোস্টের জবাব দিয়ে কমেন্ট করেছেন নেইমারও। ভালোবাসার জবাবটা ভালোবাসা দিয়েই দিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা। ভালোবাসার ইমোজি দিয়ে নেইমার লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ নেইমার-ভিনির এই আলাপে অংশ নিয়েছেন আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোও। ভিনির এই ক্লাব–সতীর্থ লিখেছেন, ‘আদর্শগণ।’ ভালোবাসার ইমোজি দিয়ে এই আলাপে অংশ নিয়েছেন অভিজ্ঞ ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভাও।

ইনস্টাগ্রামে রিয়াল তারকার পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, নেইমার ও ভিনি খাবার টেবিলে বসা এবং কোনো কিছুতে মজা পেয়ে ভিনি হাসছেন। অন্য ছবিটিতে ভিনিকে দেখা যায় বল নিয়ে কারিকুরি করতে। এরপর ভিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যায়, নেইমারসহ বেশ কয়েকজন মিলে বল নিয়ে খেলছেন। আর এই পোস্টের শেষ ছবিতেও দুজনকে দেখা গেছে খাবার টেবিলে।

নেইমারের প্রতি ভিনিসিয়ুসের এই মুগ্ধতা অবশ্য নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার নেইমারকে নিয়ে উচ্ছ্বাস দেখিয়েছিলেন ভিনি। কাতার বিশ্বকাপের সময় ভিনিসিয়ুস বলেছিলেন, ‘নেইমারের সঙ্গে খেলাটা স্বপ্ন পূরণ হওয়ার মতো। আমি ক্যারিয়ারজুড়ে তাকে অনুসরণ করেছি। সে আমার সবচেয়ে বড় আদর্শ ছিল। আমি সেসব করতে চাই, যা সে মাঠে করে। সময় পরিপ্রেক্ষিতে সে আমার বন্ধু। সে আমার ভাইয়ের মতো, যে আমাকে অনেক পরামর্শ দেয়।’

এদিকে গত মৌসুমে ভিনিসিয়ুস যখন বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছিলেন, তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন নেইমারও। ব্রাজিলিয়ান এই তারকা সে সময় ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি লিখেছিলেন, ‘আমাদের কিছু একটা করতে হবে...এটা আমরা আর কত দিন সহ্য করব? অন্ধ লোকেরা আর কত দিন এসব চালিয়ে যাবে? আমি ভিনিসিয়ুসের পাশে আছি। বর্ণবাদ ঘৃণ্য একটি ব্যাপার।’

অবকাশ যাপন শেষে কিছুদিনের মধ্যে ভিনিসিয়ুস রিয়ালের হয়ে আগামী মৌসুমের প্রস্তুতি শুরু করবেন। আর চোটের কারণে গত মৌসুমের শেষ দিকে মাঠের বাইরে থাকা নেইমারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। মৌসুম শেষ হওয়ার পর থেকে তাঁর পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এমনকি সম্প্রতি তার বার্সেলোনায় ফিরে আসার সম্ভাবনার কথাও সামনে এসেছে। তবে শেষ পর্যন্ত নেইমার ভবিষ্যৎ কোথায় নির্ধারিত হয় তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।