বাংলাদেশ ফুটবল দলের সামনে বড় পরীক্ষা। ১২ ও ১৭ অক্টোবর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডে মালদ্বীপের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আর এই ম্যাচ দুটির জন্য আজ ‘আংশিক’ দল ঘোষণা করেছে বাফুফে।
২ অক্টোবর ঢাকায় এএফসি কাপে ভারতের ওডিশা এফসির সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলবেন তপু বর্মণেরা। সে ম্যাচের পরই বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের নাম জানানো হবে। যে কারণে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কিংসের খেলোয়াড়দের আবাসিক ক্যাম্পের জন্য আপাতত পাওয়া যাচ্ছে না। তাই ১৫ জনকে আবাসিক ক্যাম্পে ডাকা হয়েছে। আগামীকাল ফুটবলারদের রিপোর্টিং। অনুশীলন চলবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
১৫ জনের মধ্যে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ডিফেন্ডার শাকিল হোসেন, মিডফিল্ডার জায়েদ হোসেন ও ফরোয়ার্ড আরমান ফয়সাল। এ মাসের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়েছেন গোলকিপার শহিদুল আলম, সোহেল রানা (আবাহনী), মেহেদী হাসান, আমিনুর রহমান সজীব, সারোয়ার জামান নিপু ও জাফর ইকবাল। ওই দুটি ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে ছিলেন কিংসের ১১ ফুটবলার। তাঁদের সবাইকে ডাকা হবে নাকি বাদ পড়বেন কেউ, তা বোঝা যাবে ২ অক্টোবরের পর।
আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োতে এ মুহূর্তে খেলছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। আজ ঘোষিত ১৫ জনের দলে তাঁর নাম নেই। তবে বাফুফে সূত্রে জানা গেছে, মালদ্বীপের বিপক্ষে ম্যাচ খেলতে জামাল আর্জেন্টিনা থেকে ঢাকা ফিরছেন ৩ অক্টোবর।
বিশ্বকাপ বাছাইপর্বের এ দুটি ম্যাচের বাধা পেরোতে মরিয়া বাংলাদেশ। কারণ, বাধা না পেরোলে আগামী দেড় বছর বাংলাদেশ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ছাড়া ফিফা-এএফসির কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন না জামাল ভূঁইয়ারা। মালদ্বীপকে হারাতে পারলে বিশ্বকাপের মূল বাছাইপর্বের ‘আই’ গ্রুপে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের বিপক্ষে খেলার সুযোগ পাবে কাবরেরার দল।
১৫ জনের দল
মিতুল মারমা, পাপ্পু হোসেন, ইসা ফয়সাল, শাকিল হোসেন, মুরাদ হাসান, আলমগীর মোল্লা, রহমত মিয়া, মোহাম্মদ হৃদয়, জায়েদ আহমেদ, রবিউল হাসান, দীপক রায়, ফয়সায় আহমেদ ফাহিম, সুমন রেজা, সাজ্জাদ হোসেন ও আরমান ফয়সাল।