গোলের পর লেভানডফস্কির উল্লাস
গোলের পর লেভানডফস্কির উল্লাস

সেভিয়া ০-৩ বার্সেলোনা

গোল করেই যাচ্ছেন লেভানডফস্কি

ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে লা লিগায় নতুন মৌসুম শুরু হয়েছিল বার্সেলোনার। কিন্তু এরপর যতই দিন গড়াচ্ছে, জাভি হার্নান্দেজের দলটা তত ছন্দময় হয়ে উঠছে। সোসিয়েদাদ ও ভায়াদোলিদের বিপক্ষে পরের দুই ম্যাচে বার্সেলোনা জিতেছিল হেসেখেলে, বড় ব্যবধানে (৪-১ ও ৪-০)। সেই ধারাবাহিকতা থাকল আজ সেভিয়ার র‍্যামন সানচেজ-পিহুয়ান স্টেডিয়ামেও। এবার জয়ের ব্যবধান ৩-০।

ইদানীং বার্সেলোনার জয় মানেই রবার্ট লেভানডফস্কির গোল। সেটার ব্যতিক্রম হলো না এই ম্যাচেও। লেভার পাশাপাশি বার্সেলোনার জার্সিতে প্রথম গোলটা পেয়েছেন রাফিনিয়া, অন্য গোলটা এরিক গার্সিয়ার।

রাফিনিয়ার গোলের পর বার্সেলোনার উদযাপন

আসলে ম্যাচের প্রথম ২০ মিনিটই শুধু প্রায় সমানে সমানে লড়াই করেছে সেভিয়া। এরপর আর খুঁজে পাওয়া যায়নি ওদের। তবে স্বাগতিকেরা এগিয়ে যেতে পারত ওই সময়টাতেই। ১২ মিনিটে এরিক লামেলা বার্সার জালে বলও পাঠিয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল।

বার্সেলোনা এগিয়ে যায় ২১ মিনিটে। উসমান দেম্বেলে দারুণ পাস বাড়ান লেভানডফস্কির দিকে। লেভাই গোলটা পেতে পারতেন। তবে তাঁর শট সেভিয়ার ফের্নান্দো গোললাইন থেকে ফিরিয়ে আনার পর হেড করে বল জালে পাঠিয়ে দেন রাফিনিয়া। লিডস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর এটাই ব্রাজিলিয়ান উইঙ্গারের প্রথম গোল।

বার্সার জার্সিতে ৪ ম্যাচেই ৫ গোল হয়ে গেল লেভার
এই শতাব্দীতে ক্রিস্টিয়ানো রোনালদো ও রাদামেল ফ্যালকাওয়ের পর লা লিগায় নিজের প্রথম ৪ ম্যাচে ৫ গোল করা তৃতীয় খেলোয়াড় লেভা।

লেভাকে অবশ্য অপেক্ষায় থাকতে হয়নি বেশিক্ষণ। ৩৬ মিনিটে জুল কুন্দের ক্রস থেকে গোল করে ২-০ করেন পোলিশ স্ট্রাইকার। বার্সার জার্সিতে ৪ ম্যাচেই ৫ গোল হয়ে গেল লেভার। এই শতাব্দীতে ক্রিস্টিয়ানো রোনালদো ও রাদামেল ফ্যালকাওয়ের পর লা লিগায় নিজের প্রথম ৪ ম্যাচে ৫ গোল করা তৃতীয় খেলোয়াড় লেভা।

বিরতির পর মাঠে নেমে পাঁচ মিনিটের মধ্যেই ম্যাচের তৃতীয় গোলটা পেয়ে যায় বার্সেলোনা। এবারও জুল কুন্দের পাস, গোলটা করলেন বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়া।

বার্সেলোনার গোল উদযাপন

এরপরে আর গোল পায়নি বার্সা, তবে ভাগ্য ভালো হলে পেতে পারত আরও গোটা তিনেক। বুধবার ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করার আগে এ জয়টা যদি বার্সার অনুপ্রেরণা হয়, নষ্ট করা গোলের সুযোগগুলো থাকবে সতর্কবার্তা হিসেবেও।

আপাতত লা লিগায় ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। সমান ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।