বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আবারও জরিমানা করেছে ফিফা। গত ৬ জুন বিশ্বকাপ বাছাইপর্বে কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দর্শক ঢুকে যায় মাঠে। এ কারণে বাফুফেকে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। বাংলাদেশের মুদ্রায় জরিমানার অঙ্কটা প্রায় ২০ লাখ ২৭ টাকা।
জরিমানার ব্যাপারটি আজ নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ম্যাচে মাঠে দর্শক ঢুকে যাওয়ার ব্যাপারটা ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে ভালোভাবে নেয়নি ফিফা। এ কারণে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে।’
২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের হোম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরেছিল ০-২ গোলে। মেলবোর্নে দুই দলের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জেতে ৭-০ গোলে।
এর আগে বাফুফেকে সর্বশেষ ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৯ লাখ টাকা। গত অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাফুফেকে ওই জরিমানা করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
এর আগে বাফুফেকে সর্বশেষ ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৯ লাখ টাকা। গত অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাফুফেকে ওই জরিমানা করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।