ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট: ছবির গল্পে ড্যাফোডিল ও এআইইউবির কোয়ার্টার ফাইনালে ওঠা

ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে চলছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। আজ শেষ দল হিসেবে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে (কোয়ার্টার ফাইনাল) উঠেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সপ্তম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ড্যাফোডিলের সঙ্গী হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি)। ঢাকা অঞ্চলের শেষ দিনে গ্রুপ ফাইনালে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিকে (এআইইউবিএটি) ১-০ গোলে হারিয়েছে ড্যাফোডিল। অন্য ম্যাচে এআইইউবির সামনে ১১-০ গোলে উড়ে গেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। ছবির গল্পে দুটি ম্যাচের বিভিন্ন মুহূর্ত দেখে নেওয়া যাক—
ফ্রি কিক থেকে দেখার মতো ড্যাফোডিলের জয়সূচক গোলটি করার পর সতীর্থদের নিয়ে মাহবুবুর রহমানের উদ্‌যাপন। যেমন গোল তেমন উদ্‌যাপন!
তানভীর আহাম্মেদ
গোলদাতা মাহবুবুরকে কাঁধে তুলে উল্লাস করেন ড্যাফোডিলের শিক্ষার্থীরা। ছবি: তানভীর আহাম্মেদ
ছবিটি দেখে মনে হচ্ছে এআইইউবিএটির গোলকিপার যেন ডান পা দিয়ে ড্যাফোডিলের খেলোয়াড়কে উঁচিয়ে ধরেছেন। আসলে তা নয়। গোলকিপার চেয়েছিলেন বল ক্লিয়ার করতে। ড্যাফোডিলের খেলোয়াড় চেয়েছিলেন বলের দখল নিতে। তখনই এমন দৃশ্যের অবতারণা হয়
আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে প্রতিদিনই দেখা যাচ্ছে প্রচুর দর্শক। ছবিতে তাদেরই একাংশ। হালকা শীতের মধ্যেই ফুটবলের গরম লড়াই উপভোগ করতে এসেছেন দর্শকেরা
ম্যাচসেরার পুরস্কার হাতে ড্যাফোডিলের মাহবুবুর রহমান
ইউআইইউর জালে রীতিমতো গোল উৎসব করেছে এআইউবি। তারই একটি মুহূর্তে। এআইইউবির খেলোয়াড়েরা এমন উৎসব করেছেন আরও ১১বার
ইউআইইউর দুই খেলোয়াড়ের ট্যাকলের চেষ্টা। কিন্তু আটকানো গেল না এআইইউবির খেলোয়াড়কে
ম্যাচসেরার পুরস্কার হাতে এআইইউবির মইনুল ইসলাম
ইউআইইউর বিপক্ষে এমন ফাঁকা মাঠই পেয়েছিল এআইইউবির খেলোয়াড়েরা
এআইইউবির খেলোয়াড়ের কিক নেওয়ার সুন্দর দৃশ্য। খেলায়ও এমন প্রচুর আক্রমণ দেখা গেছে