ওসাসুনা দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও বার্সেলোনাকে আটকাতে পারেনি
ওসাসুনা দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও বার্সেলোনাকে আটকাতে পারেনি

স্প্যানিশ সুপার কাপ: আবারও রিয়াদে এল ক্লাসিকো

গত বছর স্প্যানিশ সুপার কাপ হয়েছে সৌদি আরবে। ১০ জানুয়ারি প্রথম সেমিফাইনালে জিতে শিরোপানির্ধারণী মঞ্চে ওঠে রিয়াল মাদ্রিদ। পরদিনই তাদের সঙ্গী হয় বার্সেলোনা। ২০২৩ সালের পুনরাবৃত্তি ঘটিয়ে ২০২৪ সালও এগোচ্ছে একই পথে। আবারও স্প্যানিশ সুপার কাপ সৌদি আরবে। একই তারিখে রিয়ালের মাদ্রিদের পর ফাইনালে উঠল বার্সেলোনাও।

গতকাল রাতে রবার্ট লেভানডফস্কি ও লামিন ইয়ামালের সৌজন্যে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপানির্ধারণী মঞ্চে জায়গা করেছে বার্সা। যার অর্থ, গত বছরের মতো এবারও রিয়াদে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ ফুটবলের দুই বড় শক্তি-রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ফুটবলে যে দ্বৈরথ ‘এল ক্লাসিকো’ নামে পরিচিত।

গতবারের সঙ্গে এবারের স্প্যানিশ সুপার কাপের পার্থক্য ভেন্যুতে। সে বার দুই সেমিফাইনাল ও ফাইনাল হয়েছিল কিং ফাহাদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে। এবার সংস্কার কাজের জন্য টুর্নামেন্ট সরিয়ে আনা হয়েছে রিয়াদেরই কিং সউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে। আগের রাতে দারুণ প্রতিদ্বন্দ্বিতাময় এক ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারায় রিয়াল মাদ্রিদ।

বার্সার দ্বিতীয় গোলটি এসেছে ফেলিক্স–ইয়ামাল জুটির মাধ্যমে

কাল ওসাসুনার বিপক্ষে বার্সার ম্যাচটি এত জমজমাট হয়নি। তবে প্রথমার্ধে জাভি হার্নান্দেজের দলকে ভালোই ভুগিয়েছে ওসাসুনা। বার্সা প্রথম গোল পায় ৫৯ মিনিটে, ইলকায় গুন্দোয়ানের বাড়ানো বলে লেভানডফস্কির কাছ থেকে। পরের গোলটি ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। চোটে মাঠ ছেড়ে যাওয়া রাফিনিয়ার জায়গায় নামা ইয়ামাল গোলটি করেন আরেক বদলি জোয়াও ফেলিক্সের সহায়তায়।

এই গোল এবং ম্যাচে অংশ নিয়ে দুটি রেকর্ড গড়েন ১৬ বছর ১৮২ দিন বয়সী ইয়ামাল। বার্সেলোনার এই তরুণই এখন স্প্যানিশ সুপার কাপে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় ও গোলদাতা। ভেঙেছেন আনসু ফাতির ১৭ বছর ৭০ দিনের রেকর্ড।

গত স্প্যানিশ সুপার কাপে ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে ট্রফি জিতেছিল বার্সেলোনা। তবে এবার সেটি সহজ হবে না বলেই মনে করেন জাভি। রিয়াল গত বছরের তুলনায় ভালো দল উল্লেখ করে বার্সা কোচ বলেন, ‘আমি কোচ হওয়ার পর গত মৌসুমের ফাইনালটাই সম্ভবত সেরা ম্যাচ ছিল। এ বছর তারা আরও ভালো দল। তবে আমরা খুবই উজ্জীবিত।’ এ বছর লা লিগায় রিয়াল মাদ্রিদ এখন এক নম্বরে। আর তাদের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে বার্সেলোনা তিনে।

সাম্প্রতিক ফর্মে রিয়াল এগিয়ে থাকলেও এল ক্লাসিকোয় কার্লো আনচেলত্তির দলকে ফেবারিট বলতে রাজি নন জাভি, ‘আমাদের ফাইনাল খেলতে হবে না, আমাদের জিততে হবে। আমাদের প্রতিপক্ষ এমন দল, যারা নিজেদের সেমিফাইনালে খুবই ভালো খেলেছে। তবে এখানে কোনো ফেবারিট নেই। এটা এল ক্লাসিকো। আশা করি, গতবারের মতোই জিতব। আমরা বর্তমান চ্যাম্পিয়ন। অন্তত এটা তো উপভোগ করব।’

রিয়াদে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা এল ক্লাসিকো ১৪ জানুয়ারি রোববার। ঠিক গত বছর হয়েছিল যে দিনটিতে।