ভিতর রকিকে নিয়ে কী করবেন, জোয়াও কানসেলো আর জোয়াও ফেলিক্সের ধারের চুক্তিটা পাকা করে ফেলবেন কি না, খিচা কাভারাস্কেইয়ার পেছনে ছুটবেন, নাকি অন্য কাউকে দলে ভেড়ানোর চেষ্টা করবেন—জাভি হার্নান্দেজ এসব ছক কষতে শুরু করে দিয়েছিলেন। আরেকটা মৌসুম যে বার্সেলোনায় তাঁর থেকে যাওয়ার কথা ছিল।
কিন্তু ক্যাম্প ন্যুয়ের পরিস্থিতি হঠাৎই পাল্টে গেল। ক্লাবের আর্থিক টানাপোড়েন নিয়ে কথা বলায় জাভির ওপর চটে যায় বার্সার বোর্ড। শেষ পর্যন্ত তাঁকে হতে হয় বরখাস্ত। বার্সেলোনার ডাগআউটে কাল শেষবারের মতো দাঁড়িয়েছেন জাভি। সেই ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর নিজের বরখাস্ত হওয়া আর বার্সার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন দলটির সাবেক প্লেমেকার।
কোনো মান বা অভিমান নয়, বার্সেলোনার সামনে যে কঠিন বাস্তবতা, সে বিষয় নিয়েই কথা বলেছেন জাভি। তাঁর কাছে মনে হয়েছে, আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে থাকা বার্সেলোনার জন্য তাঁর বিকল্প খুঁজে পাওয়া কঠিনই হবে।
২০২১ সালের নভেম্বরে বার্সার দায়িত্ব নিয়ে জাভি কাতালান ক্লাবটিকে গত মৌসুমে জিতিয়েছেন লা লিগার শিরোপা। কিন্তু এবার দলটি ছিল ট্রফিশূন্য। লা লিগা শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে। চ্যাম্পিয়ন হওয়া রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১০।
জাভি বিদায়বেলায় বার্সাকে সতর্ক করে দিয়েছেন যে ক্যাম্প ন্যুয়ের ক্লাবটির জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘তাদের (বার্সেলোনা কর্মকর্তা) বোঝা উচিত যে তারা কঠিন পরিস্থিতিতে আছে। কারণ, বার্সেলোনা কঠিন একটি ক্লাব এবং আর্থিক অবস্থাও বাজে—(আমার বিকল্প খুঁজে পাওয়া) সহজ হবে না তাদের জন্য।’
জাভি বার্সেলোনার দায়িত্ব নেওয়ার ঠিক আগে আর্থিক কারণে লিওনেল মেসিকে ছেড়ে দিতে হয়েছে ক্লাবটির। তারও আগে তারা ছেড়ে দিয়েছে লুইস সুয়ারেজকে। এরপর চলে গেছেন সের্হিও বুসকেতসের মতো তারকাও। এ ছাড়া আর্থিক অনটনের জন্য মনের মতো স্কোয়াডও গড়তে পারেননি বলে উল্লেখ করেছিলেন জাভি।
সব মিলিয়ে বিদায়বেলায় জাভি বার্সেলোনা কর্মকর্তাদের এই বলে সমালোচনা করেছেন, প্রাপ্য প্রশংসাটুকু তিনি, তাঁর খেলোয়াড় এবং কোচিং স্টাফরা পাননি। জাভির কথা, ‘প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা যা করেছি, সেটার মূল্যায়ন হয়নি বলেই মনে করি আমি।’
জাভি এরপর যোগ করেন, ‘আমরা যখন এখানে আসি, বার্সেলোনা পয়েন্ট তালিকার নবম স্থানে ছিল। আমরা সেবার দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছি...(এরপর) আমরা ডাবল জিতেছি এবং এ বছর আমরা নিজেদের মান অনুযায়ী খেলতে পারিনি।’