বাংলাদেশ উইমেন্স সুপার লিগ শুরু হবে ২২ মে
বাংলাদেশ উইমেন্স সুপার লিগ শুরু হবে ২২ মে

ফ্র্যাঞ্চাইজি নারী ফুটবল

ট্রফি এসেছে ইংল্যান্ড থেকে, বলের নাম ‘অস্ত্র’

দেশে ক্রিকেট-হকির পর নারী ফুটবলে ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর ঘোষণা এসেছে আগেই। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে লিগের লোগো উন্মোচিত হয়েছিল। ট্রফি ও ম্যাচ বলও উন্মোচিত হয়ে গেল আজ।

খেলার সঙ্গে গ্ল্যামার যোগ করে জমকালো এই অনুষ্ঠান হয়েছে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে, যার আয়োজক লিগের স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান কে- স্পোর্টস ও সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

‘বাংলাদেশ উইমেন্স সুপার লিগ’ নাম নিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ ‘ডব্লিউএসএল’ এ মাসেই মাঠে গড়াবে। ২২ মে থেকে ৫ জুন প্রস্তাবিত সময়। খেলবে চারটি দল।

কে-স্পোর্টস চেয়েছে সিলেটে লিগটা আয়োজন করতে। কিন্তু বাফুফে চায় ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনাতে লিগটা করতে। শেষ পর্যন্ত কিংস অ্যারেনাতেই খেলা আয়োজন হবে বলে জানা গেছে। আগামীকাল বাফুফের সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা।

অনুষ্ঠান আয়োজন করেছে কে- স্পোর্টস, সহযোগিতায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন

শুধু বাংলাদেশে নয়, এশিয়াতেই মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ এই প্রথম। এদিক থেকে বাংলাদেশের ফুটবল একটা রেকর্ড গড়তে যাচ্ছে। কে-স্পোর্টসের প্রধান ফাহাদ করিম সেটাই বলেছেন আজকের অনুষ্ঠানে, ‘বাংলাদেশে মেয়েদের ফুটবল এগিয়ে নিতেই এই আয়োজন। আশা করি, ভবিষ্যতেও আমরা তা অব্যাহত রাখতে পারব। মেয়েদের এই লিগটাকে শুধু খেলা হিসেবে নয়, বাংলাদেশের খেলাধুলার একটা প্রতীক হিসেবে আমরা তুলে ধরতে চাই সারা বিশ্বে। পাশাপাশি সবাই জেনে খুশি হবেন, এই লিগ এশিয়ায় একটা রেকর্ড করতে যাচ্ছে।’

লিগের ট্রফি তৈরি করে আনা হয়েছে ইংল্যান্ড থেকে। বাংলাদেশের ফুটবলে মেয়েদের সাফল্য, এ দেশে নারী ফুটবলের জনপ্রিয়তা ইত্যাদি বিবেচনায় নিয়ে বিশেষভাবে নকশা করা হয়েছে বলে জানিয়েছেন ফাহাদ করিম। ট্রফিটি ২২ ইঞ্চি লম্বা, ওজন প্রায় ৩ কেজি। এতে সিলভার প্লেটের মধ্যে রয়েছে ১৮ ক্যারেট সোনা। বলিউড তারকা কারিশমা কথক সুসজ্জিত মঞ্চে ট্রফিটি তুলে ধরেছেন সবার সামনে।

খেলা হবে নিভিয়া স্পোর্টসের বল দিয়ে। বলটির নাম দেওয়া হয়েছে ‘অস্ত্র’। ফিফা অনুমোদিত এই বলে খেলা হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। আয়োজকেরা জানিয়েছেন, বলটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এখানে বলটির নাম অস্ত্র দিয়ে নির্মাতারা বোঝাতে চেয়েছে, ফুটবলকে হাতিয়ার বানিয়ে কিছু জয় করার বিষয়।

লোগো, ট্রফি ও ম্যাচ বল উন্মোচন অনুষ্ঠানে বিনোদন জগতের তারকাদের সঙ্গে বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবলাররা

প্রতিটি দলে খেলতে পারবেন পাঁচজন বিদেশি। যার মধ্যে দুজন হবেন দক্ষিণ এশিয়ার। ইউরোপ ও এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলার অভিজ্ঞতাসম্পন্ন তিনজন খেলোয়াড় এই লিগে খেলতে পারবেন প্রতিটি দলে। সব মিলিয়ে জমজমাট একটি লিগ আয়োজনের প্রতিশ্রুতি দিলেন ফাহাদ করিম। অন্যদিকে, বাফুফের পক্ষ থেকে সামগ্রিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংগঠনটির নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ভারতের ক্রীড়া উপস্থাপক সোনাল শর্মা। উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, তাসনিয়া ফারিণসহ আরও অনেকে।

বিশ্বের একমাত্র ফুট আর্চার ওরিশা কেলির প্রদর্শনী সবাইকে মুগ্ধ করেছে

অনুষ্ঠানে গ্ল্যামার জগতের উপস্থিতি বেশ নজর কেড়েছে। বাংলাদেশ নারী দলের বেশ কয়েকজন ফুটবলারের উপস্থিতি অনুষ্ঠানকে দিয়েছে বিশেষ মাত্রা। তবে সবাইকে ছাপিয়ে বাড়তি আলো কেড়েছেন বিশ্বের একমাত্র ফুট আর্চার ওরিশা কেলি, যাঁর অনবদ্য প্রদর্শনী মুগ্ধ করেছে সবাইকে।