একটা সময় ছিল, যখন ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামলেই রেকর্ডের পাতা ওলট–পালট হতো। পর্তুগিজ তারকা কি সেই সময় পেছনে ফেলে এসেছেন?
কিছুটা তো বটেই। আর যা–ই হোক, তাঁর ৩৮ বছর বয়সের ভার তো আর অস্বীকার করা যায় না। তবে এ পথেই মাঝেমধ্যে রেকর্ডের দেখা পাচ্ছেন পর্তুগিজ কিংবদন্তি। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে কাল মিসরের দল জামালেকের বিপক্ষে ১–১ গোলে ড্র করে রোনালদোর আল নাসর। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে দারুণ এক হেডে গোল করে সৌদি ক্লাবটিকে সমতায় ফেরান রোনালদো। আর এই গোলেই নতুন একটি রেকর্ড গড়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী।
স্পেনের সংবাদমাধ্যম এএস জানিয়েছে, মিসরীয় জায়ান্টদের বিপক্ষে হেডে করা গোলে প্রয়াত জার্মান কিংবদন্তি গার্ড মুলারের রেকর্ড ভেঙেছেন রোনালদো। ফুটবল ইতিহাসে অফিশিয়াল ম্যাচে এত দিন হেডে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল ‘ডার বম্বার’–খ্যাত মুলারের। হেডে ১৪৪ গোল করেছিলেন ’৭৪ বিশ্বকাপজয়ী, যিনি অবসর নেন ১৯৮১ সালে। ৪২ বছর পর কাল তাঁর সেই রেকর্ড ভাঙেন রোনালদো। হেডে পর্তুগিজ তারকার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪৫–এ। রোনালদো ও মুলারের পর ১২৫ গোল নিয়ে তৃতীয় স্থানে স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার কার্লোস সান্তিলানা। হেডে ১২৪ গোল করা ব্রাজিলের কিংবদন্তি পেলে চতুর্থ।
জামালেকের বিপক্ষে সমতা আনা গোলটি ছিল আল নাসরের হয়ে রোনালদোর ১৬তম এবং পেশাদার ক্যারিয়ারের ৮৪০তম গোল। রোনালদোর বেশির ভাগ গোলই তাঁর ডান পায়ে করা। এটি তাঁর শক্তির দিক। ডান পা ছাড়াই রোনালদোর গোলের সংখ্যা এখন ৩০০। এই গোল এসেছে হেড, বাঁ পা ও অন্যান্য মিলিয়ে।
ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে রোনালদো হেডে এত দক্ষ ছিলেন না। স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে প্রথম মেয়াদ পর্যন্ত আক্রমণভাগে খেলার অতটা স্বাধীনতা পাননি রোনালদো। কিন্তু রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে সেই স্বাধীনতা পেয়েছিলেন এবং বাতাসে ধীরে ধীরে ভয়ংকর হয়ে ওঠেন। ২০১২–১৩ চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেই হেডে দারুণ এক গোল আছে তাঁর। ২.৯৩ মিটার লাফিয়ে হেডে গোল করেছিলেন, যা এখনো যেকোনো ফুটবলারের সর্বোচ্চ উচ্চতায় লাফিয়ে গোলের রেকর্ড।
হেডে রোনালদোর লাফানোর দক্ষতা ও শূন্যে ভেসে থাকা নিয়ে বৈজ্ঞানিক গবেষণাও হয়েছে। ‘ক্রিস্টিয়ানো রোনালদো: টেস্টেড টু দ্য লিমিট’ তথ্যচিত্রে ব্যাখ্যা করা হয়েছে বিষয়টি। ২০১১ সালে চিচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা রোনালদোর ওপর বায়োমেট্রিক পরীক্ষা চালিয়ে জানতে পারেন, রোনালদো এনবিএর একজন গড়পড়তা খেলোয়াড়ের তুলনায় বেশি উঁচুতে লাফাতে পারেন।