ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

১০০০ গোলের আশা কি তবে ছেড়েই দিলেন রোনালদো

‘আমি ১০০০ গোল করব। আমি এই মাইলফলকে পৌঁছাতে চাই’—আগস্টের শেষ দিকে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করার পর নিজের ইউটিউব চ্যানেলে রিও ফার্ডিনান্ডের সঙ্গে কথোপকথনে এই স্বপ্নের কথা বলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এরপর থেকেই শুরু হয়ে গেছে রোনালদোর হাজার গোলের ক্ষণগণনা। এরই মধ্যে ৯০৮ গোলে পৌঁছে গেছেন তিনি। তবে সবার চোখ যখন ছিল রোনালদোর গোলের দিকে, তখন সুর বদলালেন রোনালদো। বলেছেন, দীর্ঘমেয়াদি কোনো কিছু ভাবছেন না তিনি।

সম্প্রতি পর্তুগিজ ফুটবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুইনাস দে অরো গালা। যেখানে রোনালদো পেয়েছেন প্লাটিনাম কুইনাস পুরস্কার। এটি পর্তুগালে খেলোয়াড়দের জন্য দেওয়া সর্বোচ্চ পুরস্কারও বটে।

প্লাটিনাম কুইনাস পুরস্কার হাতে রোনালদো

রোনালদোর হাতে পুরস্কারটি তুলে দেন পর্তুগালের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফার্নান্দো গোমেজ। পুরস্কারটি তুলে দেওয়ার সময় গোমেজ বলেছেন, ‘প্লাটিনাম কুইনাস সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি। যদি পর্তুগালের কোনো প্রতিনিধি এটার প্রাপ্য হন, তবে নিঃসন্দেহে তিনি ক্রিস্টিয়ানো রোনালদো।’

পুরস্কার হাতে নিয়েই নিজের ভবিষ্যৎ ভাবনা জানিয়েছেন রোনালদো, ‘আমি এখন মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছি। আমি আর দীর্ঘমেয়াদি কিছু ভাবছি না।’

এরপর ১০০০ গোলের মাইলফলক নিয়ে রোনালদো বলেছেন, ‘আমি জনসমক্ষে বলেছি, ১০০০ গোল স্পর্শ করতে চাই। আমি ৯০০ গোল স্পর্শ করেছি। দেখা যাক আগামী কয়েক বছরে আমার পা কীভাবে প্রতিক্রিয়া জানায়। যদি আমি হাজার গোলে পৌঁছতে পারি, সেটা ভালো। যদি না পারি, তবে এরপরও আমিই ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।’

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে রোনালদো

এদিকে পুরস্কার পাওয়ার পর ইনস্টাগ্রামেও আলাদাভাবে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রোনালদো, ‘জাতীয় দলের হয়ে নিজের ক্যারিয়ারের জন্য আমি এই সম্মাননা গ্রহণ করছি। এখনো অনেক কিছু অর্জন করা বাকি। ধন্যবাদ।’

পর্তুগালের হয়ে ২১৬ ম্যাচে ১৩৩ গোল করেছেন রোনালদো, আন্তর্জাতিক ফুটবলে যা সর্বোচ্চ।