লিওনেল মেসিকে ফিরিয়ে নিতে মরিয়া হয়ে মাঠে নেমেছে বার্সেলোনা। ক্লাব কর্তা, সাবেক ফুটবলার এবং সমর্থকদের অনেকেই মেসিকে বার্সায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। মেসিকে ফেরানোর ইচ্ছার কথা সরসারি বলেছেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ এবং বার্সার সহসভাপতি রাফা ইয়সতে। তাঁর ফেরা নিয়ে কথা বলেছেন বার্সার তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিও। বলেছেন, ‘মেসির ফেরা দারুণ কিছু হবে’।
প্রশ্ন হচ্ছে, মেসি যদি ফেরেন, তবে বার্সার একাদশে তাঁর জায়গা কোথায় হবে? তখন বার্সার একাদশইবা কেমন হবে? বার্সাইউনিভার্সালডটকম সম্প্রতি মেসিকে নিয়ে বার্সার সম্ভাব্য একটি একাদশ সাজিয়েছে। বিষয়টি কারও কাছে ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ মনে হতে পারে। তবে নানা পাকে–চক্করে যদি মেসি ক্যাম্প ন্যুতে এসেই যান, ক্লাবের রাডারে থাকা বাকিদেরও নিয়ে আসা যায়, সে ক্ষেত্রে বার্সার সম্ভাব্য চেহারা নিয়ে সমর্থকদের মধ্যে জল্পনা তো আছেই।
যেখানে চলতি মৌসুমের দল থেকে আগামী মৌসুমে বেশ কিছু অদলবদলের কথাও বলেছে তারা। ধারণা করা হচ্ছে, মৌসুম শেষে বার্সা ছেড়ে যেতে পারেন আনসু ফাতি, ফেরান তোরেস, জর্দি আলবার মতো তারকারা। বিপরীতে নতুন মৌসুমে ফিওরেন্তিনায় খেলা মরক্কোর মিডফিল্ডার সোফিয়ান আমরাবাতের বার্সায় আসার জোরালো সম্ভাবনা রয়েছে। যিনি বার্সায় মূলত অধিনায়ক সের্হিও বুসকেটসের স্থলাভিষিক্ত হবেন। সঙ্গে বার্সায় দেখা যেতে পারে ব্রাজিলের ১৮ বছর বসয়ী তারকা ভিতর রকিকে। যাকে রাখা হতে পারে লেভানডফস্কির বিকল্প হিসেবে।
মেসি যদি আসেন, তবে বার্সাকে জাভি খেলাতে পারেন ৪–৩–৩ ফরমেশনে। গোলরক্ষক হিসেবে যেখানে দেখা যাবে নিয়মিত মুখ মার্ক–আন্দ্রে টের স্টেগেনকে। তাঁর দলে থাকা অনেকটাই নিশ্চিত। রাইট ব্যাক হিসেবে জুলস কুন্দের ওপরই জাভি আস্থা রাখবেন বলে ধারণা করা হচ্ছে। সেন্টার ব্যাক পজিশনে দেখা যেতে পারে আন্দ্রেয়াস ক্রিস্টিনসেন এবং রোনাল্দ আরাউহোকে। আর লেফট ব্যাক পজিশনে বার্সা কোচের প্রথম পছন্দ হতে পারেন আলেহান্দ্রো বালদে।
আমরাবাতকে শেষ পর্যন্ত বার্সা দলে ভেড়াতে সক্ষম হলে তাঁর একাদশে থাকা অনেকটাই নিশ্চিত। মিডফিল্ডে তাঁর অন্য দুই সঙ্গী হতে পারেন পেদ্রি এবং ফ্রেঙ্কি ডি ইয়ং। তবে এই তিনজনের সঙ্গে ম্যাচের পরিস্থিতি ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে গাভিকেও ব্যবহার করতে পারেন জাভি।
আর বার্সার আক্রমণভাগে মেসির সঙ্গে লেভার থাকাটা নিশ্চিত। এ দুজনের সঙ্গে অন্য ফরোয়ার্ড হিসেবে দেখা যেতে পারে উসমান দেম্বেলেকে।
মেসিকে নিয়ে যেমন হতে পারে বার্সার শুরুর একাদশ
গোলরক্ষক : মার্ক-আন্দ্রে টের স্টেগেন
রক্ষণভাগ : আন্দ্রেয়াস ক্রিস্টিনসেন, রোনাল্দ আরাউহো, জুলস কুন্দে, আলেহান্দ্রো বালদে
মাঝমাঠ : সোফিয়ান আমরাবাত, পেদ্রি, ফ্রেঙ্কি ডি ইয়ং
আক্রমণভাগ : লিওনেল মেসি, রবার্ট লেভানডফস্কি, উসমান দেম্বেলে।