ম্যাচের প্রথমার্ধে বার্সাকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি
ম্যাচের প্রথমার্ধে বার্সাকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি

লা লিগা: শেষ মুহূর্তের নাটকীয়তায় বার্সেলোনাকে জেতালেন লেভানডফস্কি

সেল্তা ভিগো ১: ২ বার্সেলোনা

১–১ সমতার ম্যাচ তখন নব্বই মিনিট পেরিয়ে যোগ করা সময়ে। তৃতীয় মিনিটে লামিনে ইয়ামাল ফাউলের শিকার হলে পেনাল্টি পেল বার্সেলোনা। ম্যাচ জিতে নেওয়ার সূবর্ণ সুযোগ।

কিন্তু রবার্ট লেভানডফস্কি সেটা কাজে লাগাতে পারলে তো?

বার্সেলোনা স্ট্রাইকার কিক যেদিকে নিলেন, সেদিকেই ঝাঁপিয়ে বল আটকে দিলেন সেল্তা ভিগো গোলকিপার ভিসেন্তে গুইতা।

যোগ করা সময়ে নাটকীয়তায় রূপ নেওয়া এই ম্যাচটি শেষ পর্যন্ত বার্সেলোনাই জিতেছে। সেল্তা ভিগোকে ২–১ গোলে হারিয়ে তুলে নিয়েছে মৌসুমে নিজেদের ১৬তম জয়।

বার্সেলোনার জয়ের গোলটি এসেছে ওই পেনাল্টি থেকেই। সেল্তা ভিগো গোলকিপার যখন নিশ্চিত গোল প্রতিহত করার উচ্ছ্বাসে ভাসছেন, তখনই রেফারির কানে যায় ভিএআরের বার্তা।

পরে রিপ্লে দেখে নিশ্চিত হওয়া যায় লেভানডফস্কি শট নেওয়ার আগেই লাইন ছেড়ে বেরিয়েছিলেন গোলকিপার। আবারও পেনাল্টির সুযোগ বার্সেলোনা। এবার আর মিস করেননি পোলিশ তারকা।

এর আগে ম্যাচের প্রথমার্ধে শেষ দিকে ৪৫ মিনিটে বার্সাকে এগিয়ে দেন লেভানডফস্কি। যা বিরতির পর মাঠে নেমে দুই মিনিটের ভেতরেই শোধ দিয়ে দেন ইগো আসপাস।

২৫ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন লিগ টেবিলের তিনে। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ।