ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হলান্ডকে থামাতে গিয়েও পারেননি ইয়াং বয়েজ অধিনায়ক মোহাম্মদ আলী কামারা
ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হলান্ডকে থামাতে গিয়েও পারেননি ইয়াং বয়েজ অধিনায়ক মোহাম্মদ আলী কামারা

চ্যাম্পিয়নস লিগ

হলান্ডে মুগ্ধ প্রতিপক্ষ অধিনায়ক চেয়ে নিলেন জার্সি

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের জার্সি বিনিময় ফুটবলের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি। ম্যাচের পর ভক্তকেও জার্সি উপহার দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে গত রাতে আর্লিং হলান্ডের যে ‘মধুর’ অভিজ্ঞতা হলো, সেটা একেবারেই ব্যতিক্রম। প্রতিপক্ষ দলে তাঁর এত বড় ভক্ত আছেন, তা কি জানতেন!

উয়েফা চ্যাম্পিয়নস লিগে গত রাতে ইয়াং বয়েজের বিপক্ষে খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি। সে ম্যাচেই প্রথমার্ধ শেষে ড্রেসিংরুমে ফেরার পথে কিনা হলান্ডের কাছে জার্সি চেয়ে বসলেন ইয়াং বয়েজ অধিনায়ক মোহাম্মদ আলী কামারা! জার্সি খুলে কামারার হাতে তুলে দিয়ে ‘আবদার’ মিটিয়েছেনও হলান্ড।

ইয়াং বয়েজের মাঠে আগের দেখায় ম্যানচেস্টার সিটিকে একটুখানি কাঠখড় পোড়াতে হয়েছিল। ওই ম্যাচে প্রথমার্ধ পর্যন্ত সিটিকে আটকে রেখেছিল ইয়াং বয়েজ। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই সমতা ফিরিয়েছিল সুইস ক্লাবটি। শেষ পর্যন্ত অবশ্য সিটিকে আটকে রাখা যায়নি। আরও স্পষ্ট করে বললে, আটকে রাখা যায়নি আর্লিং হলান্ডকে। তাঁর জোড়া গোলেই ৩-১ ব্যবধানের জয় নিয়ে ফিরেছিল চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

পরের মাঠে কিছুটা পরীক্ষায় পড়তে হলেও কাল ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে কোনো সুযোগই দেয়নি সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়া ইয়াং বয়েজকে এবার ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল। সেই সঙ্গে প্রথম দল হিসেবে নকআউট পর্বও নিশ্চিত করেছে।

দলকে শেষ ষোলোয় তোলার রাতে নায়ক আর কে? সেই আর্লিং হলান্ড। প্রথম লেগের মতো ফিরতি লেগেও করেছেন জোড়া গোল। আগের ম্যাচেও দুই গোলের একটি করেছিলেন পেনাল্টি থেকে, এ ম্যাচেও তা-ই। তফাতটা শুধু গোল করার সময়ে। নরওয়েজীয় স্ট্রাইকারের এবারের গোল দুটি দুই অর্ধে। এই দুইয়ের মাঝে স্যান্ডউইচ হয়ে আছে ফিল ফোডেনের গোলটি।

দূরপাল্লার শটে হলান্ডের দুর্দান্ত গোল। গত রাতে ইতিহাদ স্টেডিয়ামে

হলান্ডের খেলা দেখে ইয়াং বয়েজ অধিনায়ক কামারা এতটাই মুগ্ধ যে তাঁর ভক্ত বনে গেছেন। তাই বিরতির সময়ই জার্সিটা চেয়ে বসেন। সে সময় হলান্ডকে বলতে শোনা যায়, ‘তুমি এটা করতে পার না।’ যদিও নিজেদের ড্রেসিংরুমে যাওয়ার আগে জার্সিটা ঠিকই কামারাকে উপহার দিয়েছেন।

কামারার এ কাণ্ড দেখে বিস্মিত হয়েছেন ইয়াং বয়েজ কোচ রাফায়েল ভিকি। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে কামারার সঙ্গে কথা বলবেন।

বিরতির পর নিজের আরেকটি জার্সি পরে মাঠে নামেন হলান্ড। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই প্রতিপক্ষের কয়েকজনকে কাটিয়ে ২০ গজ দূর থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন হলান্ড। তাঁর সেই গোলটি দেখে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘সে (হলান্ড) যদি এ রকম দূরপাল্লার শটে গোল করা শুরু করে দেয়, তাহলে ওকে মার্ক করা অসম্ভব হয়ে পড়বে।’

ভারসাম্য হারিয়ে পড়ে যান হলান্ড। তাঁকে উঠে দাঁড়াতে সহযোগিতা করেন কামারা

ম্যানচেস্টার সিটির আগেই নকআউট পর্বে ওঠার সুযোগ ছিল বার্সেলোনার। কারণ, বার্সার ম্যাচটি শুরু হয়েছিল সোয়া দুই ঘণ্টা আগে। কিন্তু শাখতার দোনেৎস্কের কাছে ১-০ ব্যবধানে হেরে সুযোগটা হাতছাড়া করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ক্লাব শাখতার নিজেদের হোম ম্যাচগুলো খেলছে জার্মানির হামবুর্গে। ‘অস্থায়ী ঘর’ফোক্সপার্কস্টাডিয়নে কালই প্রথম জয় পেয়েছে শাখতার, সেটাও বার্সার মতো পরাশক্তিকে হারিয়ে। ম্যাচের ৪০ মিনিটে জয়সূচক গোলটি করেন দানিলো সিকান।

হতাশ বার্সা কোচ জাভি হার্নান্দেজ ম্যাচ শেষে বলেছেন, ‘আমাদের অনেক ঘাটতি ছিল। গত দুই বছরের মধ্যে এটা আমাদের অন্যতম বাজে ম্যাচ।’

রাতের আরেক ম্যাচে এসি মিলানের বিপক্ষে এগিয়ে গিয়েও ২–১ ব্যবধানে হেরেছে পিএসজি।

একনজরে ফলাফল

ম্যানচেস্টার সিটি ৩ : ০ ইয়াং বয়েজ

শাখতার দোনেৎস্ক ১ : ০ বার্সেলোনা

এসি মিলান ২ : ১ পিএসজি

বরুসিয়া ডর্টমুন্ড ২ : ০ নিউক্যাসল

আতলেতিকো মাদ্রিদ ৬ : ০ সেল্টিক

লাৎসিও ১ : ০ ফেয়েনুর্দ

রেড স্টার বেলগ্রেড ১ : ২ লাইপজিগ

এফসি পোর্তো ২ : ০ আন্টভের্প