ভিক্টর ওসিমেনের সুখের সংসারে যেন আগুন লাগল!
গত রোববার বোলোনিয়ার বিপক্ষে পেনাল্টি মিসের পর নাপোলি ফুটবল ক্লাবের টিকটক অ্যাকাউন্টে ওসিমেনকে নিয়ে ট্রল করে পোস্ট করা হয়েছিল। যে পোস্ট তারা পরে ডিলিট করে দিলেও বিষয়টি খুব একটা ভালোভাবে নেননি ওসিমেন।
নাইজেরিয়ান এই ফুটবলার ইনস্টাগ্রামে নাপোলির জার্সি পরা সব ছবি ও ভিডিও ডিলিট করে দিয়েছেন। এমনকি তাঁর এজেন্ট বলেছেন, ট্রল করে ভিডিও পোস্ট করায় ক্লাবের বিপক্ষে আইনি ব্যবস্থা নেওয়ারও অধিকার আছে ওসিমেনের।
ওসিমেনের এজেন্ট রবার্তো কালেন্দা টুইটারে লিখেছেন, ‘নাপোলির অফিশিয়াল টিকটক প্রোফাইলে যেটা ঘটেছে, তা গ্রহণযোগ্য নয়। এই ভিডিও যেটা দিয়ে ভিক্টরকে ট্রল করা হয়েছে, পরে ডিলিট করা হয়েছে, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও ভিক্টরকে রক্ষা করার জন্য অন্য পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের আছে।’
গত মৌসুমে ৩৩ বছর পর লিগ শিরোপা জিতেছিল নাপোলি। সেই শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় অবদানই বোধ হয় রেখেছিলেন ওসিমেন। দলকে শিরোপা জেতানোর পথে করেছিলেন ২৬ গোল, করিয়েছেন আরও ৫টি।
চলতি মৌসুমে দল খুব একটা ভালো করতে পারছে না। আছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। রোববারের সেই ম্যাচে পেনাল্টি মিসের পর ওসিমেনকে উঠিয়ে নেন নাপোলি কোচ রুডি গার্সিয়া। মাঠ ছাড়ার সময় গার্সিয়ার উদ্দেশে কিছু একটা বলতে শোনা যায় এই স্ট্রাইকারকে।
এরপর ওসিমেনের পেনাল্টি মিস নিয়ে ট্রল করা হয় নাপোলির অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টে। এ ঘটনার পর ওসিমেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নাপোলির জার্সি পরা সব ছবি মুছে ফেলেন।
গত রাতে উদিনেসের বিপক্ষে ৪–১ ব্যবধানে জয়ের ম্যাচে ওসিমেনকে পেনাল্টি নিতে দেওয়া হয়নি। তাঁর পরিবর্তে স্পট কিক নেন পিওতর জিয়েলিনস্কি। পরে অবশ্য ওসিমেনও গোল পান।
আপাতত পরিস্থিতি ঠান্ডা মনে হলেও শেষ পর্যন্ত জল কত দূর গড়ায়, সেটাই দেখার বিষয়।