আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল বায়ার্ন মিউনিখ ও লাইপজিগ দলের সবাই ঢোকার পর ম্যাচ শুরুর আনুষ্ঠানিকতা সেরে ডাগআউটে গিয়ে চেয়ারেই বসেছিলেন টমাস টুখেল। কিন্তু ম্যাচ শুরুর খানিক পর তাঁকে দেখা গেল ডাগআউটের চেয়ারের সামনে রুপালি রঙের একটা বাক্সের মতো কিছুতে বসতে।
একটু ভালো করে দেখার পর স্পষ্ট হলো—বায়ার্ন মিউনিখের কোচ টুখেল আসলে রুপালি রঙের একটি স্যুটকেসের ওপর বসেছেন। কেন তিনি একটি স্যুটকেসের ওপর বসেছেন, এটা বুঝতে হলে দিন পাঁচেক পেছনে যেতে হবে।
চলতি মৌসুমে বুন্দেসলিগার শিরোপা–লড়াইয়ে অনেকটাই পেছনে পড়ে গেছে সর্বশেষ ১১ বারের চ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩ ম্যাচ হারার পর গত বুধবার বায়ার্ন ঘোষণা দেয়, মৌসুম শেষে টুখেলকে বিদায় করে দেবে তারা।
বায়ার্নের সঙ্গে টুখেলের চুক্তি ছিল ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। কিন্তু দল আশানুরূপ ফল না পাওয়ায় তাঁকে আগেই বিদায় করে দেওয়া হচ্ছে। এটা নিয়ে মজা করতেই টুখেল অমন কাজ করেছেন। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি তোলেন সাংবাদিকেরা।
বুন্দেসলিগায় গতকালের ম্যাচে অবশ্য হ্যারি কেইনের জোড়া গোলে লাইপজিদের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বায়ার্ন। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বায়ার্নে চাকরি চলে যাওয়া এবং স্যুটকেসে বসা প্রসঙ্গে মজাই করেছেন টুখেল।
সংবাদ সম্মেলনে জার্মান কোচ বলেছেন, ‘আমি এটা বিশেষভাবে বাড়ি থেকে নিয়ে এসেছি। এটা অ্যালুমিনিয়ামের একটা স্যুটকেস। আমার সব জিনিসপত্র এটার ভেতরে আছে। এটা এরই মধ্যে গোছানো হয়ে গেছে।’
টুখেল এ কাজ করে যেন চিরন্তন সেই সত্যই মনে করিয়ে দিলেন—কোচদের ব্যাগ সব সময় গোছানোই থাকে! কখন কীভাবে চাকরি যাবে, সে তো আর বলা যায় না! অথবা এমনও তো হতে পারে—হঠাৎ কোনো দল থেকে এসেছে নতুন কোনো প্রস্তাব।