ওসাসুনাকে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ২-১ গোলের জয়ে দুটি গোলই করেছেন রদ্রিগো। এই জয়ের পর উচ্ছ্বসিত রিয়াল কোচ কার্লো আনচেলত্তি এবার উন্মুখ হয়ে আছেন চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে। গত মৌসুমেও চ্যাম্পিয়নস লিগের সেমিতে সিটিকে হারিয়ে ফাইনালে খেলেছিল রিয়াল।
এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চায় তারা। কোপা দেল রে জিতে এখন আনচেলত্তির আত্মবিশ্বাসও বেশ উঁচুতে বলে জানিয়েছেন এ ইতালিয়ান কোচ। পাশাপাশি দুই বছরের মধ্যে সম্ভাব্য সব শিরোপা জিততে পেরেও বেশ আনন্দিত আনচেলত্তি।
ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আজ আমরা উল্লেখযোগ্য কিছু জিতেছি। দুই বছরের মধ্যে সম্ভাব্য সব ট্রফি জেতা দারুণ ব্যাপার। অসাধারণ পরিবেশে আমরা ফাইনালটা খেলেছি। প্রতিপক্ষও বেশ শক্তিশালী ছিল। একটা সময় আমরা লড়াই করেছি, কিন্তু জয়টা আমাদের প্রাপ্য ছিল। শুধু আজকের ম্যাচের জন্যই নয়, এই প্রতিযোগিতায় আমরা যেভাবে খেলেছি, সেটা বিবেচনায়ও এটা প্রাপ্য ছিল। আমরা ভালো দলগুলোকে হারিয়ে ট্রফি জিতেছি।’
শিরোপা জয়ের আনন্দের সঙ্গে দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্স নিয়ে কিছুটা হতাশাও আছে আনচেলত্তির, ‘প্রথমার্ধে আমরা খুব ভালো খেলেছি। ভিনিসিয়ুস জুনিয়র অপ্রতিরোধ্য ছিল। এরপর আমি জানি না, কী হলো। এই দলের একটা কাজই শুধু করা দরকার, শুধুই একটা। তা হলো, ভালো ফুটবল খেলা। আমরা দ্বিতীয়ার্ধে ভালো খেলতে পারিনি। আমরা লড়াই করেছি আর তার ফলে ওরা সমতা ফিরিয়েছে। তবে সৌভাগ্য, রদ্রিগো ম্যাচের পরিস্থিতি বদলে দিয়েছে।’
কোপা দেল রে জিতে এখন ম্যান সিটির বিপক্ষে সেমিফাইনালকে পাখির চোখ করার কথা বলেছেন রিয়াল কোচ, ‘এখন আমরা মঙ্গলবারের বড় ম্যাচের প্রস্তুতি নিচ্ছি। আমরা আত্মবিশ্বাসী হয়েই ম্যাচটি খেলতে যাব। আমি আনন্দিত এবং রোমাঞ্চিত। আমরা আরও একটি ফাইনালের খুব কাছে। সেই ফাইনাল খেলার জন্য আমরা সম্ভাব্য সবকিছু করব।’
কোপা দেল রের শিরোপা জয়ের অন্যতম নায়ক রদ্রিগোকে নিয়েও নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন আনচেলত্তি, ‘ও অসাধারণ একজন খেলোয়াড়। ওর গতি দুর্দান্ত। দারুণভাবে সে সামনে এগিয়ে যায়।’