আনিসুর রহমান জিকো
আনিসুর রহমান জিকো

অপেক্ষা শেষ আনিসু‌রের, ফির‌লেন মা‌ঠে

বাংলা‌দেশ প্রিমিয়ার লি‌গে বসুন্ধরা‌ কিংসের প্রথম ম্যাচেই নি‌ষেধাজ্ঞা কা‌টি‌য়ে ফি‌রে‌ছি‌লেন তপু বর্মণ। ব্রাদার্স ইউনিয়নের বিপ‌ক্ষে সে ম্যাচে দে‌শের অন্যতম সেরা ডি‌ফেন্ডা‌রের ফেরাটা ছিল সে‌প্টেম্বর মা‌সের পর।

মালদ্বী‌পে এএফসি কা‌পের ম্যাচ খে‌লে ফেরার সময় মদ–কা‌ণ্ডে নি‌ষিদ্ধ হ‌য়ে‌ছি‌লেন তিনি। আজ মা‌ঠে ফি‌রে‌ছেন একই ঘটনায় নি‌ষিদ্ধ হওয়া গোল‌কিপার আনিসুর রহমান জি‌কো। গোপালগঞ্জে ফেডা‌রেশন কা‌পে ফ‌র্টিস এফ‌সির বিপ‌ক্ষে আজ খেলেছে কিংস। একাদ‌শে আজ প্রথম থে‌কেই ছিলেন দে‌শের শীর্ষ গোল‌কিপার।

১১ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজের একমাত্র গোলে ফর্টিসকে হারিয়ে ফেডারেশন কাপ শুরু করেছে টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নরা।

আনিসুরের নি‌ষেধাজ্ঞার মেয়াদ লম্বাই ছিল। ২০২৪ সা‌লের মার্চ পর্যন্ত মা‌ঠের বাই‌রে চ‌লে গি‌য়ে‌ছি‌লেন তি‌নি। ত‌বে এ মা‌সের শুরু‌তে ক্ষমা চাওয়ার পর নি‌ষেধাজ্ঞা তু‌লে নেওয়ার প্রক্রিয়া শুরু হয় তপু আর আনিসু‌রের ওপর থে‌কে। দ‌লের স‌ঙ্গে এএফ‌সি কাপ খেল‌তে ভার‌তেও গি‌য়ে‌ছি‌লেন তাঁরা। তখন থে‌কেই দুজ‌নের ফেরার ব্যাপারটা ছিল সম‌য়েরই ব্যাপার। তপু লি‌গের শুরু‌তে ফি‌রে‌ছেন, আজ আনিসু‌রের অপেক্ষা শেষ হ‌লো।

আনিসুর রহমান জিকো

বসুন্ধরা কিংসের ঘ‌রের ছে‌লেই আনিসুর। ২০১৮ সাল থে‌কে কিংসের সব সাফল্যে রে‌খে‌ছেন বড় অবদান। জি‌তেছেন চার‌টি প্রিমি‌য়ার লি‌গের শি‌রোপা। জাতীয় দ‌লের গোলবা‌রেও আনিসুর ১ নম্বর পছন্দ সেই ২০২১ সাল থে‌কে। গত সাফের সে‌মি‌তে কু‌য়ে‌তের বিপ‌ক্ষে দুর্দান্ত খে‌লে‌ছি‌লেন। তাঁর এমন পারফরম্যান্স আরও বেশ ক‌য়েক‌টি আন্তর্জা‌তিক ম্যাচে।

সা‌ফে হ‌য়ে‌ছি‌লেন দ‌ক্ষিণ এশিয়ার সেরা গোল‌কিপার। সে‌প্টেম্বরে মদ–কা‌ণ্ডে জ‌ড়ি‌য়ে নি‌ষিদ্ধ হওয়ার পর মিস ক‌রে‌ছেন বিশ্বকাপ বাছাইপ‌র্বের প্রাথ‌মিক রাউন্ডে মালদ্বী‌পের বিপ‌ক্ষে দু‌টি আর দ্বিতীয় রাউন্ডে অস্ট্রলিয়া ও লেবান‌নের বিপ‌ক্ষে দু‌টি ম্যাচে। সে‌প্টেম্বরে মালদ্বী‌পের মা‌জিয়ার বিপ‌ক্ষে খেলার পর মা‌ঠে ছি‌লেন না কিংসের পাঁচ‌টি এএফ‌সি কা‌পের ম্যাচে।