সনের জোড়া গোলে আর্সেনালের সঙ্গে ড্র করেছে টটেনহাম
সনের জোড়া গোলে আর্সেনালের সঙ্গে ড্র করেছে টটেনহাম

ইংলিশ প্রিমিয়ার লিগ

‘খলনায়ক’ রোমেরোর দুই ভুল সামলে ‘নায়ক’ সন

আর্সেনাল ২–২ টটেনহাম

লিভারপুল ৩–১ ওয়েস্ট হাম

চেলসি ০–১ অ্যাস্টন ভিলা

ম্যাচের ৭৯ মিনিটে সন হিউং মিন অধিনায়কত্বের বাহুবন্ধনীটা ক্রিস্তিয়ান রোমেরোকে পরিয়ে দিয়ে যখন মাঠ ছাড়ছিলেন, তখন ফিসফিস করে কিছু একটা বলছিলেন রোমেরো। সনের সঙ্গে তাঁর কী কথা হয়েছিল, সেটার অনুমিত বাংলা অনুবাদ হতে পারে এ রকম, ‘আহ্‌! আজ আমাকে বাঁচিয়ে দিলি ভাই।’

আর্জেন্টিনার বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ে রক্ষণভাগ ভালোভাবেই সামলেছেন রোমেরো। টটেনহাম হটস্পারের হয়েও সামলাচ্ছেন। তবে সব খেলোয়াড়েরই ক্যারিয়ারে চরম বাজে দিন আসে। রোমেরোর কাছে আজকের দিনটা নিশ্চয় সেরকমই।

তাঁর দু–দুটি ভুলেই আর্সেনালের বিপক্ষে দু দফা পিছিয়ে পড়েছিল টটেনহাম। দলটি এরপরও যে এমিরেটস স্টেডিয়াম থেকে উত্তর লন্ডন ডার্বির মতো উত্তাপ ছাড়ানো ম্যাচটা ২–২ গোলে ড্র করে ফিরতে পারছে, সেটা তো সনেরই কারণে।

দিনের অন্য ম্যাচে ওয়েস্ট হামের বিপক্ষে ৩–১ ব্যবধানে প্রত্যাশিত জয় পেয়েছে লিভারপুল। তবে গোল করতে ভুলে যাওয়া চেলসি ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে অ্যাস্টন ভিলার কাছে ১–০ ব্যবধানে হেরে বসেছে।

নিজেদের বক্সে বলে হাত ছোঁয়ান রোমেরো

রোমেরো প্রথম ভুলটা করেছিলেন প্রথমার্ধে। বুকায়ো সাকা বাঁকানো যে শটটি নিয়েছিলেন, সেটা টটেনহাম গোলরক্ষক জুজলিয়েলমো ভিকারিও ডান দিকে ঝাঁপিয়ে পড়ে হয়তো ঠেকাতে পারতেন। বলের গতিবিধি বুঝে ভিকারিও সেদিকে ঝাঁপিয়েও পড়েছিলেন। কিন্তু তার আগেই রোমেরো বলে পা ছোঁয়ালে দিক পাল্টে আশ্রয় নেয় নিজেদের জালে।

পিছিয়ে পড়া টটেনহামকে বিরতির আগেই সমতায় ফেরান সন। ৪২ মিনিটে দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ডের প্রথম শট আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া রুখে দিলেও পরেরটা ঠেকাতে পারেননি।

চেলসির রাহিম স্টার্লিংয়ের এই শট ঠেকিয়ে দেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ

দ্বিতীয়ার্ধে রোমেরোর ভুলে আবারও পিছিয়ে পড়ে টটেনহাম। কর্নার থেকে বক্সে জটলার মধ্যে বল পেয়েই কিক নেন বেন হোয়াইট। একদম সন্নিকটে থাকা রোমেরো এবার ‘রিঅ্যাক্ট’ করার সময়ই পাননি। বল তাঁর হাতে লাগলে সঙ্গে সঙ্গে পেনাল্টির দাবি জানান আর্সেনাল খেলোয়াড়রা। ভিএআরের সহায়তায় রেফারি গানারদের পেনাল্টি দিলে ৫৪ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান ২–১ করেন সাকা।

রোমেরোর এ ভুলটাও মুহূর্তেই মিইয়ে দেন সন। পরের মিনিটেই জেমস ম্যাডিসনের কাছ থেকে বল পেয়ে সমতা আনেন তিনি। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুই দলকে। তবে টটেনহাম মাঠ ছাড়ে ৪ বছর পর আর্সেনালের মাঠে হার এড়ানোর স্বস্তি নিয়ে।

মোহাম্মদ সালাহ ও দিয়োগো জোতার গোল উদ্‌যাপন

এ ড্রয়ে ১৪ পয়েন্ট তালিকার শীর্ষ চারে উঠে এসেছে টটেনহাম। তাদের সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় আর্সেনাল আছে পাঁচে। আজকের জয়ে লিভারপুল উঠে এসেছে দুইয়ে। চেলসি আছে ১৪ নম্বরেই।