ডাগআউটে বসে সতীর্থদের খেলা দেখছেন হ্যারি কেইন।
ডাগআউটে বসে সতীর্থদের খেলা দেখছেন হ্যারি কেইন।

ছিল রেকর্ডের হাতছানি, জ্বরের কারণে মাঠেই নামা হলো না

২০০৮ সালের পর কোনো শিরোপা জিততে না পারলেও টটেনহাম হটস্পারকে বড় দল হিসেবেই দেখা হয়। এভারটনকে সরিয়ে উত্তর লন্ডনের ক্লাবটি যে প্রিমিয়ার লিগে ‘বিগ সিক্স’–এর একটি হয়েছে, সেটার পেছনে সবচেয়ে বড় অবদান হ্যারি কেইনের। এক যুগের বেশি সময় ধরে দলের আক্রমণভাগে ভরসা জুগিয়ে আসছেন ইংলিশ স্ট্রাইকার।

২০০৯ সালে টটেনহামে যোগ দেওয়া কেইন ক্লাবটির হয়ে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। গত বছরের আগস্টে সের্হিও আগুয়েরোকে টপকে প্রিমিয়ার লিগে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের কীর্তি গড়েন কেইন। গত সোমবার গড়েন আরও দুই রেকর্ড।

ফুলহামের বিপক্ষে টটেনহামকে জিতিয়ে ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জিমি গ্রিভসকে (২৬৬) ছুঁয়ে ফেলেন কেইন। সঙ্গে লন্ডন ডার্বিতে সবচেয়ে বেশি গোলের (৪৭) মালিকও বনে যান। ওই দিন টটেনহামের হয়ে প্রিমিয়ার লিগে ৩০০তম ম্যাচ খেলার মাইলফলকও ছুঁয়েছেন তিনি।

নিজের সর্বশেষ ম্যাচে দুটি কীর্তি গড়েছেন কেইন

টটেনহাম ইতিহাসের শীর্ষ ৭ গোলদাতা

খেলোয়াড় গোল সময়কাল
জিমি গ্রিভস ২৬৬ ১৯৬১-১৯৭০
হ্যারি কেইন ২৬৬ ২০০৯-বর্তমান
ববি স্মিথ ২০৮ ১৯৫৫-১৯৬৪
মার্টিন গিভারস ১৭৪ ১৯৬৮-১৯৭৬
ক্লিফ জোন্স ১৫৪ ১৯৫৮-১৯৬৮
জারমেইন ডিফো ১৪৩ ২০০৩-২০০৮
সন হিউং-মিন ১৩৯ ২০১৫-বর্তমান

====================

এফএ কাপে গত রাতে কেইনের সামনে ছিল গ্রিভসকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। কিন্তু জ্বরের কারণে প্রেস্টনের বিপক্ষে কাল মাঠেই নামেননি ২৯ বছর বয়সী স্ট্রাইকার। যদিও টটেনহাম কোচ আন্তোনিও কন্তে তাঁকে স্কোয়াডে রেখেছিলেন। কিন্তু সন হিউং–মিন কেইনের অভাব বুঝতেই দেননি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন দক্ষিণ কোরিয়ান তারকা। শেষ দিকে ব্যবধান আরও বাড়ান আরনত দানিউমা। টটেনহাম সহজেই ম্যাচ জেতায় কেইনকে খেলোনোর ঝুঁকি নেননি কন্তে। জ্বরের কারণে বুধ ও বৃহস্পতিবার অনুশীলনও করেননি কেইন।

গ্রিভসের রেকর্ড নিজের করে নিতে কেইনকে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। আগামী রোববার ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে টটেনহাম। কে জানে, বড় দলের বিপক্ষেই হয়তো কীর্তি গড়ার ইচ্ছা কেইনের কিংবা আবারও এক ঢিলে মারতে চান দুই পাখি।

কেইনের অভাব বুঝতে দেননি সন।

গার্দিওলার দলের বিপক্ষে গোল পেলে শুধুই টটেনহাম ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হবেন না, প্রিমিয়ার লিগে তৃতীয় খেলোয়াড় হিসেবে ২০০ গোল করার মাইলফলক স্পর্শ করবেন কেইন। তাঁর ওপরে আছেন শুধু অ্যালান শিয়ারার (২৬০) ও ওয়েন রুনি (২০৮)।

হ্যারি কেইনের যত রেকর্ড

► ইংলিশ প্রিমিয়ার লিগে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল (১৯৯)
► টটেনহাম ইতিহাসের যৌথ সর্বোচ্চ গোলদাতা (২৬৬)
► টানা আট মৌসুম টটেনহামের হয়ে সর্বোচ্চ গোল
► লন্ডন ডার্বিতে সবচেয়ে বেশি গোল (৪৭)