২০১৬ অলিম্পিকের আর্জেন্টিনা দলে খেলেছেন আনহেল কোরেয়া। গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়া আর্জেন্টিনার হয়ে একটি গোলও করেছেন। দুই বছর পর রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন কোরেয়া। কিন্তু হোর্হে সাম্পাওলির চূড়ান্ত দলে আর ঠাঁই হয়নি তাঁর।
২০১৮ সালে কোরেয়ার বয়স ছিল ২৩ বছর। সেবার বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা না পাওয়া কোরেয়া স্বপ্ন দেখে এসেছেন কাতার বিশ্বকাপে খেলার। এবার কাতার বিশ্বকাপে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দলে থাকার জন্য নিজেকে তৈরি করেছেন, এমনটাই বলেছেন কোরেয়া।
কাতার বিশ্বকাপে খেলার জন্য কতটা উদ্গ্রীব আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড, সেটা স্পষ্ট তাঁর আরেকটি কথায়। লিওনেল মেসির সঙ্গে বিশ্বকাপ খেলতে কাতারে গিয়ে যদি পানিও টানতে হয়, সেটা করতেও রাজি কোরেয়া।
২১ অক্টোবরের মধ্যে ৩৫ সদস্যের প্রাথমিক দল দেবেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। আর ১৪ নভেম্বরের মধ্যে এর থেকে ৯ জন ছেঁটে ২৬ জনের চূড়ান্ত দল দিতে হবে তাঁকে। সেই চূড়ান্ত দলে থাকার বিষয়ে আত্মবিশ্বাসী কোরেয়া, ‘আমি ভালোই আছি। প্রতিবছরই আমি উন্নতি করছি। বিশ্বকাপের সময় যত এগিয়ে আসছে, স্নায়ুতে রোমাঞ্চ অনুভব করছি...আমার মনে হয় (বিশ্বকাপের দলে থাকার জন্য) যথেষ্ট ভালো পারফরম্যান্স আমি করেছি।’
দেশের হয়ে বিশ্বকাপে খেলাটা সবারই স্বপ্ন থাকে। কোরেয়াও ছোটবেলা থেকেই সেই স্বপ্ন দেখে আসছেন। মেসির মতো সর্বকালের অন্যতম সেরা একজন ফুটবলারে সঙ্গে বিশ্বকাপ খেলতে পারার বিষয়টি বাড়তি প্রেরণা হয়েই এসেছে তাঁর জন্য।
এ বিষয়ে কোরেয়া বলেছেন, ‘তার সঙ্গে দলে থাকার ইচ্ছাটা প্রবল। তার সঙ্গে বিশ্বকাপ দলে থাকতে যদি পানিও টানতে হয়, তাহলেও আমি কাতার বিশ্বকাপে যেতে চাই।’ এরপর মেসিকে নিয়ে কোরেয়া বলেছেন, ‘আমার কাছে মেসিকে সুখীই মনে হচ্ছে। জাতীয় দলের হয়ে যতবারই খেলতে আসছেন, উপভোগ করছেন। এটা আমাদের সবার জন্যই ভালো। তার এমন থাকাটা আমাদের সবার জন্যই প্রতিটি অনুশীলন সেশন উপভোগ্য করে তোলে।’