বিএমডব্লুতে হেলান দিয়ে ছবি তুলেছেন রোনালদো
বিএমডব্লুতে হেলান দিয়ে ছবি তুলেছেন রোনালদো

রোনালদোর গাড়ির সংখ্যা বেড়েই চলেছে, নতুন যুক্ত হলো কোনটি

মাঠে ফুটবল আর মাঠের বাইরে বিলাসবহুল গাড়ি, ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনের দুই অন্যতম অনুষঙ্গ। মাঠে গোলের পর গোল করে যাওয়া পর্তুগিজ মহাতারকার অন্যতম শখ হলো বিলাসবহুল গাড়ি সংগ্রহ করা। বিভিন্ন সময় রোনালদোর সেই গাড়িগুলো নিয়ে প্রতিবেদনও হয়েছে।

তবে নতুন খবর হচ্ছে রোনালদোর সংগ্রহে যুক্ত হয়েছে নতুন আরেকটি গাড়ি। যদিও রোনালদো নিজে এই গাড়ি কেনেননি। এটি তিনি পেয়েছেন উপহার হিসেবে। শুধু রোনালদোই নন, তাঁর সতীর্থদের সবাই পেয়েছেন একই মডেলের গাড়ি।

রোনালদো এবং তাঁর সতীর্থদের পাওয়া গাড়িটি হচ্ছে জার্মান ব্র্যান্ড বিএমডব্লু, দ্য এক্সএম।  এই গাড়ির বর্তমান বাজারমূল্য আড়াই কোটি টাকার বেশি। রোনালদোর সংগ্রহে যেসব বিলাসবহুল গাড়ি আছে, সেসবের তুলনায় এই দাম খুব কমই বলা যায়।

যেমন রোনালদোর দখলে আছে বুগাত্তি সেনতোদিয়েচির মতো গাড়ি। যে গাড়ির বাজারমূল্য প্রায় ১১০ কোটির মতো। এমনকি বিশেষ সংস্করণের এই গাড়ি বানানোই হয়েছে কেবল ১০টি এবং যার একটি রয়েছে রোনালদোর কাছে।

বান্ধবী জর্জিনা রদ্রিগেজ পর্তুগিজ মহাতারকাকে প্রায় ৩ কোটি ১৯ লাখ টাকা দামের রোলস রয়েস উপহার দিয়েছিলেন

রোনালদোর সংগ্রহে থাকা আরেকটি গাড়ি হচ্ছে বুগাত্তি চিরন, যার মূল্য প্রায় ৩৫ কোটি টাকার মতো। এ ছাড়া রোনালদোর ম্যাকলারেন সেনার যে গাড়িটি আছে, সেটিও দেখতে বেশ নান্দনিক। প্রায় ১২ কোটি টাকায় কেনা এই গাড়িটি রোনালদোর কাছে আছে ২০১৯ সাল থেকে। রোনালদোর কাছে থাকা আরেকটি বিলাসী গাড়ি হচ্ছে ফেরারি ৫৯৯ জিটিও। এই গাড়ির মূল্য প্রায় ৪ কোটি টাকা।

রোনালদোর সংগ্রহে থাকা গাড়িগুলোর মধ্যে আলাদাভাবে উল্লেখ করতে হবে বান্ধবী জর্জিনা রদ্রিগেজের দেওয়া রোলস রয়েস ডনের কথা। ২০২২ সালের বড়দিনে রোনালদোকে এই গাড়ি দিয়েছিলেন জর্জিনা। জর্জিনার দেওয়া এই গাড়ির মূল্য ৩ কোটি টাকার বেশি।  এসবের পাশাপাশি রোনালদোর সংগ্রহে আরও বেশ কিছু বিলাসবহুল গাড়ি আছে।

২০১৭ সালে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে রোনালদোর সংগ্রহে থাকা কারের সংখ্যা ছিল ২০। এরপর গত জুলাইয়ে আরেকটি খবরে জানানো হয় রোনালদোর গাড়ির সংখ্যা এখন ৩০ ছাড়িয়ে গেছে। সামনের দিনগুলোয় গোল সংখ্যার মতো গাড়ির সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন দেখার অপেক্ষা।