বিশ্বকাপে পোল্যান্ডকে হারিয়েই গ্রুপ পর্বের বাধা পেরোনো নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। সে ম্যাচে পেনাল্টি মিস করলেও লিওনেল মেসি ছিলেন দুর্দান্ত। তবে পোল্যান্ড তারকা রবার্ট লেভানডফস্কি নিষ্প্রভ ম্যাচেও ছিলেন আলোচনার কেন্দ্রেই। সেটি মেসির সঙ্গে তাঁর ছোট্ট ঠোকাঠুকি ঘিরেই।
খেলার একেবারে শেষ দিকে মেসিকে ধাক্কা দিয়েছিলেন লেভা। আর্জেন্টাইন তারকা যে খুব একটা পছন্দ করেননি সেটি, তা বোঝা গেছে তখনই। ম্যাচ শেষে লেভানডফস্কি মেসির সঙ্গে একান্তে কিছু বললেও মেসির ‘মুড’ তখনো ছিল বিরূপ।
সেদিন মেসির সঙ্গে কী আলাপ হয়েছিল লেভানডফস্কির? স্পেনের একটি পত্রিকার এমন প্রশ্নে অবশ্য পোলিশ তারকা কিছু বলতে চাননি। বরং মেসির সঙ্গে কী আলাপ হয়েছিল, সেটি তিনি গোপনই রাখতে চান। ধাক্কা দেওয়ার জন্য মেসির কাছে ক্ষমা চেয়েছিলেন কি না, জানাতে চাননি সেটিও, ‘তার সঙ্গে সেদিন আমার কী কথা হয়েছিল, সেটি গোপনই থাক। কিছু একটা কথা তো হয়েছিলই। সবকিছু সবাইকে জানানোর জন্য নয়। তবে যা কথা হয়েছে, তা নেতিবাচক কিছু নয়।’
মেসির বিশ্বকাপ জয়ে দারুণ খুশি বার্সেলোনা তারকা। তিনি মনে করেন, মেসি বিশ্বকাপ জিতে তাঁর স্বপ্ন সত্যি করেছেন, ‘বিশ্বকাপ জিতে মেসি তার অনেক দিনের স্বপ্ন সত্যি করেছে। আমি জানি, কী ভয়ানক চাপে তাকে এতগুলো বছর খেলে যেতে হয়েছে। সবাই ম্যারাডোনার সঙ্গে তার তুলনা করেছে। ম্যারাডোনা আর্জেন্টিনাকে যে সাফল্য এনে দিয়েছে, তার পুনরাবৃত্তি চেয়েছে।’
লেভা মনে করেন, সময়টা এখন পুরোপুরি মেসির উপভোগের, ‘সে ফুটবল থেকে সম্ভব সবকিছুই পেয়ে গেছে। সে বিশ্বের সেরা ফুটবলার। এখন সে এটা উপভোগ করবে। তার উপভোগ করা উচিত। আমি জানি, এই সাফল্য তার কাছে কতটা কী! তার দেশের জন্য কত বড়! মেসি বিশ্বকাপে যে খেলা খেলেছে, সেটি দুর্দান্ত। এটা সারা দুনিয়া দেখেছে। তার বিপক্ষে খেলাটা খুবই কঠিন একটা ব্যাপার। সে আপাদমস্তক এক চ্যাম্পিয়ন ফুটবলার। সাফল্যটা তার প্রাপ্যই ছিল।’
আর্জেন্টিনার বিশ্বকাপ জয় লেভানডফস্কির কাছে অবাক হয়ে যাওয়ার কোনো বিষয় নয়, ‘আমি আগেই বলেছি, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জেতার মতোই দল ছিল। তারা ছিল অন্যতম ফেবারিট। যে-ই আমাকে জিজ্ঞাসা করেছে, আমি সেটিই বলেছি। এমনকি প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে যাওয়ার পরও আমার মনে হয়েছে, আর্জেন্টিনা ফাইনালে যাবে এবং বিশ্বকাপ জিতবে।’
লেভা নিষিদ্ধই
নিষেধাজ্ঞার শাস্তিটা আগেই পেয়েছিলেন রবার্ট লেভানডফস্কি। বিশ্বকাপ বিরতির আগে লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল। তখনই রেফারির দিকে ‘আপত্তিকর অঙ্গভঙ্গি’ করেছিলেন বার্সেলোনার পোলিশ ফরোয়ার্ড। তিন ম্যাচের নিষেধাজ্ঞা জুটেছিল সে কারণেই। তবে সেই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিল বার্সা। কিন্তু তাতে লাভ হয়নি। সেই নিষেধাজ্ঞাই বহাল রেখেছে লিগ কমিটি। লা লিগায় এস্পানিওল, আতলেতিকো মাদ্রিদ ও হেতাফে- এই তিন ম্যাচে তাই বার্সার হয়ে খেলতে পারবেন না লেভা।