ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য স্বস্তির জয়ই বলতে হবে। চ্যাম্পিয়নস লিগে ‘এ’ গ্রুপের তলানির দল হিসেবে বিদায়ের পর তারা বাদ পড়ছে লিগ কাপ থেকেও। আর প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা ইউনাইটেড আছে পয়েন্ট তালিকার ৮ নম্বরে। হেরেছে সর্বশেষ ম্যাচেও।
তবে গতকাল এফএ কাপে তৃতীয় বিভাগের দল উইগানের বিপক্ষে ২-০ গোলে জিতেছে টেন হাগের দল। উইগানের মাঠে পাওয়া এ জয়ে টুর্নামেন্টে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছে তারা। ইউনাইটেডের হয়ে দুটি গোল এসেছে দিয়েগো দালোত ও ব্রুনো ফার্নান্দেজের কাছ থেকে।
এ জয়ে স্বাভাবিকভাবেই খুশি কোচ টেন হাগ, ‘এফএ কাপে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই, এটা নকআউট। আপনি কাজটা শেষ করতে চাইবেন। এটাই আমি ড্রেসিংরুমে বলেছি, কাজটা করতে পেরেছি।’
দালোত ম্যাচের ২২ মিনিটে দলের প্রথম গোলটি করেন। মার্কাস রাশফোর্ডের বাড়ানো বলে ডি বক্সের বাইরে থেকে গোল করেন পর্তুগিজ তারকা। ম্যাচে দ্বিতীয় গোলটি পেতে ইউনাইটেডের অপেক্ষা করতে হয় ৭৪ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে গোল করেন আরেক পর্তুগিজ তারকা ফার্নান্দেজ।
টেন হাগের দল শট নিয়েছিল ৩৩টি, যেখানে পোস্ট বরাবর ছিল ১৪টি। একা রাশফোর্ডই ৮ বার পোস্ট বরাবর শট নিয়েছে, লক্ষ্যে ছিল ৪টি। তাই আরও গোল করতে না পারার আক্ষেপও আছে টেন হাগের, ‘প্রথমার্ধে আমার মনে হয় আমরা ৫-৬টি ভালো সুযোগ তৈরি করেছিলাম। আমার মনে হয়, আমরা ভালো ফুটবল খেলেছি। আমাদের আরও গোল করা উচিত ছিল, যদি আপনি গোল না করেন, আপনার মনোযোগ ঠিক রাখতে হবে এবং আমরা মনে হয় সেটা করেছি।’
আরও গোল করতে না পারার আক্ষেপ ছিল দালোতের কণ্ঠেও, ‘আমাদের গোলটি দরকার ছিল। আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম, আরও গোল করতে পারতাম।’